Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

জোড়া পদকে মানুর ইতিহাস

ty
[publishpress_authors_box]

আগেই ইতিহাস গড়েছিলেন মানু ভাকের। ভারতের প্রথম নারী শ্যুটার হিসেবে ব্রোঞ্জ জিতেছিলেন মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে। এবার ইতিহাসটা আরও সমৃদ্ধ করলেন তিনি। আজ জিতলেন দ্বিতীয় ব্রোঞ্জ। ভারতের স্বাধীনতার পরে একমাত্র খেলোয়াড় হিসেবে একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন হরিয়ানার শুটার। 

প্যারিস অলিম্পিকে ১০ মিটার মিশ্র দলগত এয়ার পিস্তলে আজ মানু ভাকের ব্রোঞ্জ জিতলেন সরবজ্যোৎ সিংহকে সঙ্গী করে। দক্ষিণ কোরিয়ার জুটি সু লি ও উনহো লিকে তারা হারালেন ১৬-১০ ব্যবধানে। তাদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ইভেন্টে সোনা জিতেছেন সার্বিয়িার দুই শুটার জোরানা আরুনোভিচ ও দামির মিকেচ। রুপা জিতেছেন তুরস্কের ইউসুফ দিকেচ এবং সেভাল লাদিয়া তারহান।

ভারতের সুশীল কুমার ও পিভি সিন্ধুর অলিম্পিকে দুটি পদক জয়ের কীর্তি আছে। ২০০৮ সালে বেইজিংয়ে ব্রোঞ্জের পর ২০১২ সালে লন্ডনে রুপা পেয়েছিলেন কুস্তিগির সুশীল কুমার। আর ২০১৬ রিওতে রুপার পরে ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু।

তবে একই অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে একাধিক পদক জিতলেন মানুই। এখানেই শেষ নয়। মানু ভাকেরের সামনে হাতছানি আছে তৃতীয় পদকের। তিনি অংশ নিবেন ২৫ মিটার এয়ার রাইফেলেও।

স্বাধীনতার আগে ভারতের হয়ে নরমান প্রিচার্ড একই অলিম্পিকে জিতেছিলেন দুটি পদক। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকেই অ্যাথলেটিক্সে দুটি রুপা জিতে কীর্তিটা গড়েছিলেন তিনি। তবে প্রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ। ভারতীয় হিসাবে অলিম্পিকের একই আসরে দুটি পদক জয়ের কীর্তি মানুরই।

বদমেজাজের কারণে বদনাম ছিল মানুর। গত অলিম্পিকে দ্বিতীয় পিস্তল না রেখে পদকের লড়াইয়ে থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। কারণ পছন্দের পিস্তলটা টুর্নামেন্টের মাঝপথে নষ্ট হয়েছিল তার! পরে অন্য পিস্তল নিয়ে খেললেও মনোযোগ নষ্ট হওয়ায় হারিয়ে ফেলেন ছন্দ। এরপর ঝামেলায় জড়ান কোচের সঙ্গেও।

মেজাজ নিয়ন্ত্রনে নিয়মিত গীতা পড়েছেন মানু। শিখেছেন বেহালা বাজানো। তাতেই বদলে যাওয়া এই শ্যুটার ইতিহাসটা লিখলেন নতুন করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত