Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

দুটো সুযোগ নষ্টের পর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ গোল

ইন্টার মিলানের জয়ের নায়ক মার্কো আরনাউতোভিচ। ছবি: টুইটার
ইন্টার মিলানের জয়ের নায়ক মার্কো আরনাউতোভিচ। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বোলোনিয়া থেকে ধারে ইন্টার মিলানে খেলতে এসেছেন মার্কো আরনাউতোভিচ। এই ধারের খেলোয়াড়ই গড়ে দিলেন ব্যবধান। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তার একমাত্র গোলে আতলেতিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে মিলানের সান সিরো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইন্টার-আতলেতিকো। ম্যাচটির ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন আরনাউতোভিচ। যদিও এর আগে দুটো সহজ সুযোগ নষ্ট করেছেন তিনি। তার গোলেই যেহেতু জয় নিশ্চিত হয়েছে, তাই আর আক্ষেপ নেই। ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ গোলে দলকে জেতাতে পেরেই খুশি এই অস্ট্রিয়ান স্ট্রাইকার।

চোট ও ফর্মহীনতায় ইন্টারের একাদশে খুব একটা সুযোগ মেলে না আরনাউতোভিচের। মার্কাস থুরাম চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামার সুযোগ পান তিনি। সেই সুযোগটা কী চমৎকারভাবেই না কাজে লাগালেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার।

দারুণ এক গোলে জয় নিশ্চিত করার স্বভাবতই খুশি আরনাউতোভিচ, “এটা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ গোল। যদিও সময়টা আমার জন্য সহজ ছিল না। ইনজুরি কাটিয়ে ফেরার পর আমার কিছুটা সময় দরকার ছিল। (ফেরার পর) প্রথম সপ্তাহে আমি খুব একটা গোল পায়নি।”

গোল পাওয়ার আগে দুটো সহজ সুযোগ নষ্ট করেছিলেন এই স্ট্রাইকার। তবে বিশ্বাস হারাননি তিনি, “দুটো গোলের সুযোগ নষ্ট করেছি। যদিও সমর্থক ও আমার সতীর্থরা সাহস জুগিয়েছে। আমার বিশ্বাস জন্মে, ঘুরে দাঁড়ানো সম্ভব। তারা আমার শক্তি সঞ্চার করেছে, সে কারণেই গোলটি করতে পেরেছি।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত