Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

তারুণ্যের উৎসবে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

dana final
[publishpress_authors_box]

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বিসিবির সঙ্গে মিলে বিপিএলকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা সাজিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে আজ (রবিবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।

তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ । সেই অনুষ্ঠানেই প্রদর্শন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।

ছাত্র-নাগরিক আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’। বাংলাদেশের স্বাধীনতার চেতনা আর  ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবেও চিত্রিত করা হয়েছে এটা।

এমন আয়োজন পরিণত হয়েছিল সাবেক- বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায়। বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা ছিলেন এই আয়োজনে। উপস্থিত ছিলেন নারী ক্রিকেটাররা। আমন্ত্রণ জানানো হয়েছিল স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও, যা যোগ করেছিল বাড়তি মাত্রা।

প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছিলেন বিসিবি সভাপতি ফারুক, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল–সহ বিসিবির অন্যান্য পরিচালকরা।

বিপিএলের এবারের আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে বিপিএলের সূচি চূড়ান্ত করেছে। নিশ্চিত করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুও। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত