Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সংসদে প্রথম দিনই অনুপস্থিত মাশরাফি সাকিব

সংসদ সদস্যরা ব্যস্ত মাঠের ক্রিকেটে। মঙ্গলবার সিলেটে বিপিএলের ম্যাচে। ছবি: সংগৃহীত।
সংসদ সদস্যরা ব্যস্ত মাঠের ক্রিকেটে। মঙ্গলবার সিলেটে বিপিএলের ম্যাচে। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। বিকাল ৩টায় শুরু হয় প্রথম দিনের অধিবেশন। অধিবেশন শুরুর বেশ আগেই সংসদ কক্ষে আসেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন চলার পুরো সময়টাই সংসদে উপস্থিত ছিলেন তিনি। তবে দুই তারকা সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জা ও  সাকিব আল হাসানকে দেখা যায়নি। 

বর্তমানে দুই ক্রিকেটারই ব্যস্ত বিপিএল খেলা নিয়ে। মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮ রানে জয় পেয়েছে সাকিবের রংপুর রাইডার্স। ব্যাট হাতে অবশ্য সাকিব মাঠে নামেননি। তবে বোলিংয়ে ৪ ওভারে ৪১ রানে পেয়েছেন ১ উইকেট।

সন্ধ্যায় ফরচুন বরিশালের বিপক্ষে টস করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি। এদিন বল করেননি নড়াইল এক্সপ্রেস।   

নড়াইল-২ আসনে মাশরাফি এবার দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তাকে জাতীয় সংসদের হুইপ করা হয়েছে। 

সাকিব আল হাসান এবারই প্রথম মাগুরা-১ আসনের সংসদ সদস্য হয়েছেন। তাকে নির্বাচনের আগে দলীয় মনোনয়ন পেতে বেশ দৌড়ঝাঁপ করতে দেখা যায়। নির্বাচনের সময় তাকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতেও দেখা যায়। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের তিনটি প্রধান দায়িত্ব পালন করতে হয়, যার অন্যতম আইন প্রণয়ন। অন্য দুটি জনগণের প্রতিনিধিত্ব করা ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত