Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

দু-তিন দিন অনুশীলন করেও খেলতে পারেন মাশরাফি

Capture
[publishpress_authors_box]

মাশরাফি বিন মোর্তজা বিপিএল খেলবেন কিনা তা এখন বিরাট প্রশ্ন। পায়ের ইনজুরির কারণে তার বিপিএল থেকে ছিটকে যাওয়ার খবর আসে। নির্বাচনের পরে মাশরাফি নিজেই ধোঁয়াশা রেখেছেন খেলার ব্যাপারে। এবার সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল বললেন দু-তিন অনুশীলন করেও খেলতে পারেন মাশরাফি। 

বাংলাদেশের সাবেক অধিনায়কের জন্য লম্বা বিরতির পর মাঠে নেমে যাওয়া নতুন কিছু নয়। গত বিপিএলে অল্প ক’দিনের অনুশীলন করেই খেলেছিলেন। আসরের মাঝপথে ইনজুরিতে পড়ে ম্যাচ মিস করেন। কিন্তু সিলেটকে প্লে অফে তোলার লড়াইয়ে আবার মাঠে নামেন।

এবারও মাশরাফির খেলা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। সিলেটের কোচ রাজিন সালেহ বলেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা ছাড়া মাশরাফিকে নিয়ে নিশ্চিত কিছু বলা যায় না। এমনটা বলার কারণ সাবেক অধিনায়কের দৃঢ় মানসিকতা।

সেই ব্যাপারটা সামনে টেনে সিলেট ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার নাফিস ইকবাল আজ বলেছেন, ‘‘মাশরাফি খেলবে কিনা এখনও বলা যাচ্ছে না, আমরা আশাবাদী প্রথম ম্যাচ থেকে তাকে পাবো। সে কিন্তু টুকটাক কাজ করে থাকে ফিটনেস নিয়ে। আমরা তার স্কিল নিয়ে জানি। সে যদি ২-৩ দিন অনুশীলন করে তাহলে পারফর্ম করতে পারে।’’

দু-তিন দিন অনুশীলন করার মতো সময় মাশরাফির হাতে আছে। সিলেট তাদের ক্যাম্প শুরু করবে ১৬ তারিখ। ১৯ তারিখ দলটির প্রথম ম্যাচ। মাশরাফি নির্বাচনে জয়ের পর বলেছিলেন, ঢাকা ফিরে চিকিৎসককে পায়ের অবস্থা দেখিয়ে সিদ্ধান্ত নেবেন।

মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তা থাকায় সিলেট তাদের অধিনায়কও ঠিক করতে পারেনি।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত