যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন দুই তারকা সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জা ও সাকিব আল হাসান।
এই কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলকে, যিনি আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে ৫০ সংসদীয় কমিটির মধ্যে আরও ১৬টি কমিটি গঠন করা হয়েছে। রবিবার ১২টি গঠন করা হয়েছিল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন- সদস্য ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, নড়াইল-২ আসনের মাশরাফি বিন মতুর্জা, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুল, ঢাকা-১৪ আসনের মাইনুল হোসেন খান, খুলনা-৪ আসনের আব্দুস সালাম মুর্শেদী, মাগুরা-১ আসনের সাকিব আল হাসান, ঢাকা-৭ আসনের সোলাইমান সেলিম ও পিরোজপুর-২ আসনের মহিউদ্দিন মহারাজ।
ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি গঠনের জন্য সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাব করলে অধিবেশনে তা কণ্ঠভোটে পাস হয়।