জাতীয় সংসদের হুইপ এখন মাশরাফি বিন মর্তুজা। হুইপের দায়িত্ব পালনে আপাতত বিপিএল থেকে বিরতি নিলেন সিলেট স্ট্রাইকার্স-এর এই অধিনায়ক। তবে সুযোগ পেলে আবারও ফিরবেন বিপিএলে। তার জায়গায় সিলেটের নেতৃত্ব দিবেন মোহাম্মদ মিঠুন।
দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সংবাদ ।
সিলেটের প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে সিলেটের পক্ষ থেকে।
দ্বাদশ জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বুধবার সকালের ফ্লাইটে সিলেট থেকে ঢাকা পৌঁছেছেন মাশরাফি।
এবারের বিপিএলে মাশরাফির খেলা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। তবুও সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের চাওয়াতে শুরু থেকেই দলটির সঙ্গে ছিলেন তিনি। কিন্তু সমালোচনা থামানোর মতো পারফরম ছিল না মোটেও।
গতবার দলটিকে ফাইনালে তোলা অধিনায়ক মাশরাফি এবার মোট ৫ ম্যাচের মধ্যে তিন ম্যাচ ব্যাটিং করে মাত্র ৮ রান করেছেন। তিন ম্যাচে বোলিং করে উইকেট নিয়েছেন মাত্র ১টি।