পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম মাসরুর রিয়াজ।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
বিএসইসি আইন ১৯৯৩ এর ৫ ও ৬ ধারার বিধান পালন করে ওই আইনের ৫(২) ধারা অনুযায়ী নিয়োগ থেকে পরবর্তী ৪ বছরের জন্য মাসরুর রিয়াজকে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাসরুর রিয়াজ সকাল সন্ধ্যাকে বলেন, “হ্যাঁ, আমি প্রস্তাব পেয়েছি। আগামীকাল (বুধবার) অর্থ মন্ত্রণালয়ে যাব। তারপরে ঠিক হবে কবে যোগদান করব।”
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শূন্যতা পূরণে গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর গত ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত উল ইসলাম।
রুবাইয়াতের স্থলাভিষিক্ত হচ্ছেন মাসরুর রিয়াজ, যিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ছিলেন।
বর্তমানে মাসরুর পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় ওই পদে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সের একটি সীমা দেওয়া থাকায় তা পরিবর্তনের আবশ্যকতা রয়েছে।