Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

ss-mass-beating-200824
[publishpress_authors_box]

ঢাকার সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গণপিটুনির শিকার আরও তিনজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার রাজালাখ ফার্মের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মজিবর রহমান (৫০)। তিনি মানিকগঞ্জের শিবালয়ের উথলী ইউনিয়নের ধূসর গ্রামের বাসিন্দা। মজিবর সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করতেন।

পুলিশের কাছে আটককৃতরা হচ্ছেন, সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার জয়নাল আবেদীন (১৫), শিপন (১৫) ও সোহান (১৭)।

সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান আতিক বলেন, মঙ্গলবার ভোরের দিকে সাভারের রাজালাখ ফার্মের কাছে চোর সন্দেহে চারজনকে আটক করে জনতা। পরে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়।

কয়েকজন তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তারা সত্যিই চুরি করছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ওসি বলেন, আটককৃতদের কাছে কোনও কিছু পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত