Beta
সোমবার, ১৭ জুন, ২০২৪
Beta
সোমবার, ১৭ জুন, ২০২৪

পাথিরানার পর ছিটকে গেলেন মাদুশঙ্কা

ma
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মাথিশা পাথিরানা চোটের জন্য ছিটকে গিয়েছিলেন টি-টোয়েন্টি সিরিজে। আইপিএলের শুরুতে খেলাও অনিশ্চিত ‘বেবি মালিঙ্গার’। এবার ওয়ানডে সিরিজের মাঝপথে ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন লঙ্কান আরেক পেসার দিলশান মাদুশঙ্কা।

দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাদুশঙ্কা। তার সেই ওভারটি শেষ করেন জানিত লিয়ানাগে। এমআরআই রিপোর্ট ভালো না আসায় আজ (রবিবার) শ্রীলঙ্কা ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে মাদুশঙ্কার। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলে কোনো উইকেট পাননি মাদুশঙ্কা। তবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই পেয়েছিলেন ২টি করে উইকেট। ছিলেন যথেষ্ট মিতব্যয়ী।

লঙ্কান স্কোয়াডে পেসার আছেন লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশন, জানিত লিয়ানাগে। করুণারত্নে এখনও ম্যাচ খেলেননি একটাও।  মাদুশঙ্কার জায়গায় আগামীকাল (সোমবার) তৃতীয় ওয়ানডেতে দেখা যেতে পারে তাকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত