Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর জীবনাবসান

Matia-Chowdhuri
[publishpress_authors_box]

বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এভারকেয়ার হাসপাতালের ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস আরিফ মাহমুদ সকাল সন্ধ্যাকে বলেন, দুপুর ১২টা ৩৭ মিনিটে মতিয়া চৌধুরীর মৃত্যু হয়েছে।

ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য মতিয়া চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ৩০ জুন, পিরোজপুরে। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা, মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিয়ে হয় তার।

ইডেন কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়া মতিয়া চৌধুরী ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

১৯৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। আইয়ুববিরোধী আন্দোলনে আলোচিত মতিয়া চৌধুরী পরে আওয়ামী লীগ যোগ দেন।

স্বামীর জন্মস্থানের সুবাদে মতিয়া চৌধুরী শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসন থেকে নির্বাচন করতেন। এই আসন থেকেই ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন মতিয়া চৌধুরী। সপ্তম জাতীয় সংসদেও একই আসন থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

এরপর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদ থেকে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদেরও সদস্য নির্বাচিত হয়েছিলেন মতিয়া চৌধুরী।

জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে বেশ কয়েকবার গ্রেপ্তার হওয়া মতিয়া চৌধুরীকে ১৯৯৬ সালে প্রথম মন্ত্রিসভায়ই সদস্য করেন শেখ হাসিনা, দেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

এরপর ২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় একই দায়িত্ব পান তিনি।

২০২২ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের তৎকালীন উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদেও তিনি ক্ষমতাসীন দলের উপনেতার দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত