চার দফা দাবিতে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের’ ব্যানারে একদল শিক্ষার্থী বুধবার প্রথমে ঢাকার কারওয়ান বাজারে বিক্ষোভ শুরু করেন। ছবি : হারুন-অর-রশীদ
বেলা ১১টার পর শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। ছবি : হারুন-অর-রশীদএতে করে শাহবাগ এলাকায় বন্ধ হয়ে পড়ে যান চলাচল। যানবাহন না পেয়ে অনেকে পথ চলেন পায়ে হেঁটে। ছবি : হারুন-অর-রশীদবিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও দাবি পূরণ করা হয়নি। তাই চার দফা দাবিতে সড়কে নেমেছেন তারা। ছবি : হারুন-অর-রশীদআন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে আন্দোলনকারীরা কোনও কথা শুনছেন না বলেই জানায় তারা। ছবি : হারুন-অর-রশীদ