Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সর্বোচ্চ সুদ ১৫.৫৫ শতাংশ

ব‍্যাংক মালিক-ব‍্যবস্থাপক
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন।
[publishpress_authors_box]

ব্যাংক-বহিভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানত ও ঋণের সুদহার কমানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সেখানে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানে আমানতের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট (সিক্স মানথস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল) রেটের সঙ্গে ২ শতাংশ মার্জিন যোগ করা যাবে। যা চলতি এপ্রিল মাস থেকে কার্যকর। আগে এই মার্জিন ছিল ২ দশমিক ৫০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ ১২ দশমিক ৫৫ শতাংশ সুদে আমানত সংগ্রহ করতে পারবে। কারণ, এপ্রিল মাসের জন্য প্রযোজ্য স্মার্ট রেট ১০ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে এনবিএফআইগুলো ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে মার্জিন সাড়ে ৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন থেকে সর্বোচ্চ ১৫ দশমিক ৫৫ শতাংশ সুদে ঋণ দিতে পারবে।

মূল্যস্ফীতির লাগাম টানতে ঋণের সুদহার বাড়াতে গত ৩১ মার্চ ব্যাংক খাতের স্মার্ট রেট ১০ দশমিক ৫৫ শতাংশ নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই দিন ব্যাংক ঋণের সুদহার নির্ধারণের মার্জিন ৩ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়।

এতে ব্যাংকের ঋণের সর্বোচ্চ সুদহার হয় ১৩ দশমিক ৫৫ শতাংশ। ব্যাংকের সঙ্গে সঙ্গতি রাখতে এবার এনবিএফআইগুলোর সুদের মার্জিনও কিছুটা কমাল কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত