Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

আইনের ফাঁদে এমবাপ্পের মাস্ক

৪৪৪৪৪৪৪৪৪
[publishpress_authors_box]

অস্ট্রিয়ার বিপক্ষে এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙেছিল কিলিয়ান এমবাপ্পের। তার ইউরো হয়ে যায় অনিশ্চিত। কোচ দিদিয়ের দেশম জানিয়েছিলেন অস্ত্রোপচারের কথা। কিন্তু তাতে ইউরো শেষ হয়ে যেত বলে অস্ত্রোপচার চায়নি ফরাসি ফুটবল ফেডারেশন। এর বদলে তারা সিদ্ধান্ত নেয় এমবাপ্পেকে মাস্ক পরিয়ে খেলানোর।

মাস্কও তৈরি হয়ে গেছে। ফ্রান্সের পতাকার তিন রঙের সেই মাস্ক পরে অনুশীলনও করেছেন এমবাপ্পে। বিপত্তি বেঁধেছে এখানেই। উয়েফার নিয়ম অনুযায়ী তিন রঙের মাস্ক পরে খেলতে পারবেন না রিয়ালে যোগ দেওয়া এই তারকা।

উয়েফার নিয়ম অনুযায়ী চিকিৎসার জন্য খেলোয়াড়দের মাস্ক পরে মাঠে নামতে হলে, সেটি অবশ্যই এক রঙের হতে হবে। তাতে দল বা প্রস্তুতকারকের নাম-লোগো কিছুই থাকবে না।

এমবাপ্পের মাস্কে ফ্রান্সের নীল-সাদা-লাল রং তো আছেই সঙ্গে আছে ফুটবল ফেডারেশনের লোগো। পাশাপাশি নিজ নামের আদ্যক্ষরও লেখা তাতে। খেলতে হলে তাই মাস্ক বদলাতে হবে এমবাপ্পেকে। আজই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ আছে ফ্রান্সের। প্রক্রিয়া তাই সম্পন্ন করতে হবে দ্রুত।

আইনের ফাঁকও আছে। বিশেষ ছাড়পত্র মিললে নানা রঙের মাস্ক পরে খেলতে বাঁধা নেই। উয়েফার কাছে কী এজন্য আবেদন করবেন এমবাপ্পে?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত