বর্তমান সময়ে ফ্রান্সের সেরা খেলোয়াড় কে? কোনও সন্দেহ ছাড়া উত্তরটা হবে কিলিয়ান এমবাপ্পে। শুধু ফ্রান্স নয়, বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ড। অথচ ফ্রান্স দলে বিবেচিত হচ্ছেন না তিনি। টানা দ্বিতীয়বারের মতো লেস ব্লুদের স্কোয়াডের বাইরে এমবাপ্পে।
এ মাসে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশম। তবে বিস্ময়করভাবে দলে নেই এমবাপ্পে। তবে কি চোটে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা?
দেশমের বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে, চোটজাতীয় কোনও সমস্যা নেই। এমবাপ্পের সঙ্গে আলোচনা করেই তাকে বাইরে রেখেছেন ফরাসি কোচ। তবে ঠিক কী কারণে এমবাপ্পে ফ্রান্সের স্কোয়াডে নেই, সেটি নিশ্চিত করেননি দেশম।
গত মাসে বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচ খেলেছিল ফ্রান্স। ওই দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন না এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে ‘ফিট’ হয়ে লা লিগার ম্যাচ খেললেও ফ্রান্সের ‘চোটসমস্যার’ কথা নাকি জানিয়েছিলেন তিনি। এ কারণে ফ্রান্সের ফুটবলপ্রেমীরা ভীষণ চটেছিলেন এমবাপ্পের ওপর।
সেবার দলের বাইরে থাকা এমবাপ্পে এবারও নেই ফ্রান্স দলে। আগেরবার ফিটনেসের কথা দেশম জানালেনও এবার এমবাপ্পের না থাকার বিষয়ে কিছু জানাননি তিনি। ইউরোপিয়ার মিডিয়ার খবর, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় ফ্রান্স দলে জায়গা হারিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা।
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সবশেষ তিন ম্যাচে গোল করতে পারেননি এমবাপ্পে। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বিপক্ষে একের পর এক অফসাইড ফাঁদে পড়ে হতাশায় ডুবেছিলেন তিনি। যে ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল কাতালানরা। এরপর এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ হারের ম্যাচেরও নিজের ছায়া হয়েছিলেন এই ফরোয়ার্ড।
তবে পারফরম্যান্সের কারণেই তিনি বাদ পড়েছেন কিনা, সে বিষয়ে কিছু জানাননি দেশম। ফরাসি কোচ শুধু বলেছেন, “কিলিয়ানের (এমবাপ্পে) সঙ্গে আমরা কথা হয়েছে। (এমবাপ্পের দলে না থাকার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু এই পর্বের ম্যাচগুলোর জন্য।”
সঙ্গে যোগ করেছেন, “আলোচনায় হয়তো সবসময় আমরা এক হতে পারি না। তবে আমি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করি। আমি ওইরকম মানুষ নই যে, খেলোয়াড় এসে আমাকে বলবে আমি সেরা ও দেখতে সুন্দর, আর আমি সেটা মেনে নেবো।”