Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

আবারও পেনাল্টি মিস এমবাপ্পের, হেরেছে রিয়াল মাদ্রিদ

জুড বেলিংহাম গোল পেলেও জেতাতে পারেননি রিয়াল মাদ্রিদকে। ছবি: এক্স
জুড বেলিংহাম গোল পেলেও জেতাতে পারেননি রিয়াল মাদ্রিদকে। ছবি: এক্স
[publishpress_authors_box]

রাতটা ভুলে যেতে চাইবেন ফেদে ভালভার্দে। তার শিশুসুলভ পাসেই সর্বনাশ হয়েছে রিয়াল মাদ্রিদের। তাহলে কিলিয়ান এমবাপ্পের অবস্থা কি হওয়ার উচিত? পেনাল্টি থেকে তিনি গোলটি করতে পারলেই ম্যাচের মোড় পাল্টে যেতে পারতো। কিন্তু কোনোটাই হয়নি। আর হয়নি বলেই ৯ বছর পর আথলেতিক বিলবাওয়ের কাছে হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

বুধবার (৪ নভেম্বর) রাতে সান মামেসে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বিলবাও। ২০১৫ সালের পর মুখোমুখি ১৯তম ম্যাচে এসে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা।  আর সেটাও এসেছে ঘরের মাঠে সমর্থকদের সামনে। গোলশূন্যহীন প্রথমার্ধের পর ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করল রিয়াল। ১৫ ম্যাচে মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৩৩। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৩৭। অর্থাৎ, বাকি থাকা ম্যাচটি রিয়াল জিতলেও শীর্ষে থাকবে কাতালান ক্লাবটি। অন্যদিকে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বিলবাও।

সুযোগ তৈরির প্রথমার্ধে থিবো কোর্তোয়ার চমৎকার পারফরম্যান্সে গোল পাওয়া হয়নি বিলবাওয়ের। তবে বিরতি থেকে ফিরে এগিয়ে যেতে সময় লাগেনি তাদের। ৫৩ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আলেহান্দ্রো রেমিরো। বাঁ প্রান্ত থেকে ইনাকি উইলিয়ামসের ক্রস বাউন্স করে সামনে গেলে প্রতিহত হয় কোর্তোয়ার হাতে। তবে রিয়াল গোলকিপার ক্লিয়ার করতে পারেনি। তার হাতে লেগে ফিরে আসা বল রেমিরোর গায়ে লেগে জড়িয়ে যায় জালে।

এরপর রিয়ালের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সুযোগ এসেও যায় ৬৬ মিনিটে। ডিফেন্ডার আন্টোনিও রুডিগার হেড করার সময় বিলবাও গোলকিপার হুলিয়েন আগিরেজাবালা পেছন থেকে মারাত্মকভাবে আঘাত করেন। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সমতায় ফেরার সুযোগ আসে রিয়ালের। কিন্তু এমবাপ্পে আবারও পেনাল্টি মিস করলেন। দিনকয়েক আগে লিভারপুলের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড।

তবে এমবাপ্পের সহায়তায় ৭৮ মিনিটে সমতায় ফেরে রিয়াল। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকিয়েছিলেন বিলবাও গোলকিপার, তবে ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা জুড বেলিংহামের জালে জড়াতে কোনও অসুবিধাই হয়নি।

তবে রিয়ালের সমতায় ফেরার স্বস্তির স্থায়িত্ব ছিল মাত্র ২ মিনিট। সান মামেসকে আবারও উৎসবে রূপ দিয়ে বিলবাওকে এগিয়ে নেন বদলি নামা গোরকা গুরুজেহতা। ভালভার্দের ভুল পাস ধরে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। তাতে ১৫ বছর পর রিয়াল-জয়ের আনন্দে মাতে বিলবাও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত