Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

নিয়তি মেনে নিচ্ছেন এমবাপ্পে

mbappe
[publishpress_authors_box]

কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ত জার্মেই ছাড়লেন, ফরাসি ক্লাবটিও চ্যাম্পিয়নস লিগ জিতল। তাহলে কি এমবাপ্পেই ‘অপয়া’ ছিলেন? সেটাই-বা বলার সুযোগ কোথায়, কারণ এবারের আগে কখনোই ইউরোপসেরার মুকুট জেতেনি পিএসজি। কিন্তু এটাও সত্য, চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন এমবাপ্পে ঘিরেই দেখেছিল প্যারিসের ক্লাবটি।

ফরাসি ফরোয়ার্ড পারেননি। কয়েক বছরের চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি পার্ক ডু প্রিন্সেস ছেড়েছেন। গত মৌসুমে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখানোর মৌসুমেই পিএসজি জিতেছে চ্যাম্পিয়নস লিগ। কেমন লাগছে এমবাপ্পের? বিশ্বকাপজয়ী তারকার কোনও আক্ষেপ নেই। তিনি নিয়তি মেনে নিচ্ছেন।

রিয়াল মাদ্রিদে সাফল্যহীন একটি মৌসুম পার করার পর জাতীয় দল ফ্রান্সেও সময়টা ভালো যায়নি এমবাপ্পের। উয়েফা নেশনস লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে ফ্রান্সের। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় খেলতে হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

জার্মানির বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচের আগে এমবাপ্পে জানিয়েছেন, পিএসজি ছাড়া নিয়ে তার কোনও আক্ষেপ নেই। প্যারিসের ক্লাবটিতে তার সময় শেষ হয়ে গিয়েছিল। এমবাপ্পের ভাষায়, “পিএসজির সঙ্গে আমার অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। এ নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।”

এবারের চ্যাম্পিয়নস লিগ জেতার পথে নতুন কীর্তি গড়েছে পিএসজি। মিউনিখের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়যাত্রার সঙ্গী এমবাপ্পেও হতে পারতেন। যদিও ফরাসি ফরোয়ার্ড নিয়তি মেনে নিচ্ছেন, “আমার চেষ্টার কমতি ছিল না (চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য)। কিন্তু এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা (পিএসজি) জিতবে।”

সঙ্গে যোগ করেছেন, “ওরা (পিএসজি) জিতেছে বলে আমার খারাপ লাগছে না। বরং আমি খুশি। কারণ এই ক্লাবটি অনেক বছর ধরে এই স্বপ্ন (চ্যাম্পিয়নস লিগ জয়) সত্যি করতে লড়েছে। আমিও সেই পথচলার অংশ ছিলাম। শুধু ফাইনাল জয়ের দিন ছাড়া পিএসজির হয়ে আমি চ্যাম্পিয়নস লিগের সব ধাপেই খেলেছি। এখন ওরাই ইউরোপের সেরা দল।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত