Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

পিএসজিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এমবাপ্পে

এমবাপ্পে
[publishpress_authors_box]

এমবাপ্পে-পিএসজি নাটকে আবার নতুন মোড়। এবং নতুন বোমাও। পিএসজিকে কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষেই তিনি ক্লাব ছেড়ে যাবেন !

পিএসজির সঙ্গে ফ্রেঞ্চ ফরোয়ার্ডের এই দলবদল নাটক শুরু হয়েছিল বেশ আগে। সেই নাটক ঠিকঠাক পরিণতি পেলে এখন এমবাপ্পেকে দেখা যেত রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে। সেটা হয়নি। তাই নাটকটি নানা মোড়ে নতুন নতুন খবর ছড়িয়ে, নানা ডালপালা মেলেও আর সামনে এগোয় না। স্থানু হয়ে আছে একই জায়গায়।

কিছুদিন ধরে আবার নতুন খবর ছড়ানো শুরু হয়। এমবাপ্পে আগামী জুনে যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। ইএসপিএনের এই খবরে কোন পক্ষই সত্যতার সিলমোহর লাগায়নি। বৃহস্পতিবার ‘দ্য অ্যাথলেটিক’ ফাটিয়েছে নতুন বোমা। তাদের খবর হলো, এমবাপ্পে জুনে পিএসজি ছাড়ছেন বলে জানিয়ে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফিকে। এই সিদ্ধান্ত জানিয়েই নাকি পিএসজি তারকা রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে মাঠে নেমেছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগে নক-আউট পর্বের ম্যাচ খেলতে।

যদিও ফুটবলার কিংবা ক্লাবের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে পিএসজির সঙ্গে ২৫ বছর বয়সী এই তারকার চুক্তি শেষ হচ্ছে জুনে। বলেছেন, চুক্তি নবায়ন করবেন না পিএসজির সঙ্গে। উয়েফার দলবদলের নিয়ামানুসারে, চুক্তির শেষ ৬ মাসে ফুটবলার যে কোন ক্লাবের সঙ্গে কথা বলতে পারবেন। এই ধারায় এমবাপ্পে তার নতুন ঠিকানা বেছে নেওয়ার কাজ করতেই পারেন।

তার সম্ভাব্য ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ। এই তারকার প্রতি স্প্যানিশ জায়ান্টদের আগ্রহ গোড়া থেকেই। ২০২২ সালে সবকিছু পাকা করেও এমবাপ্পে ইউ টার্ন নিয়ে থেকে যান পিএসজিতে। এরপরও রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এতটুকু বিরক্তি প্রকাশ করেননি। ইতোমধ্যে গ্রীষ্মকালীন দলবদলের জন্য আবার বড় অঙ্কের অফারও দিয়ে রেখেছেন এই তারকাকে।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত