Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

অন্যের মাঠে রাজা এমবাপ্পে

এই মৌসুমে প্রতিপক্ষের মাঠে সর্বোচ্চ ১৩ গোল এমবাপ্পের। ছবি : এক্স
এই মৌসুমে প্রতিপক্ষের মাঠে সর্বোচ্চ ১৩ গোল এমবাপ্পের। ছবি : এক্স
[publishpress_authors_box]

আর কোন গুঞ্জন, ফিসফাস নয়। কিলিয়ান এমবাপ্পে সরাসরিই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে ছেড়ে যাচ্ছেন পিএসজি। তার সম্ভাব্য গন্তব্য যে রিয়াল মাদ্রিদ, তাতেও রহস্য নেই খুব একটা।

ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি সতীর্থদেরও এমবাপ্পে জানিয়েছেন ক্লাব ছাড়ার কথা। এর ঠিক পরের ম্যাচেই বেঞ্চে তিনি! না, এটা শাস্তি নয়। চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নঁতের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে।

বিরতির আগে পিএসজি বিবর্ণ থাকায় শেষ পর্যন্ত নামানো হয় এমবাপ্পেকে। ৬২ মিনিটে মাঠে নেমে গোলও করেছেন তিনি। পিএসজি পেয়েছে ২-০ গোলের জয়।

লুকাস হার্নান্দেজ ম্যাচের ৬০ মিনিটে এগিয়ে দিয়েছিলেন পিএসজিকে। ৭৮ মিনিটে এমবাপ্পেকে বক্সের ভেতর ডগলাস ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে লিগে মৌসুমে নিজের ২১তম গোলটি করেন এমবাপ্পে, যা সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোল উইসামস বেন ইয়েদেরের। গোলের পর মুখে হাত রেখে এমবাপ্পে করেন নতুন উদযাপনও।

বিপক্ষের মাঠে ১৩ গোল

এবারের মৌসুমে এমবাপ্পে বিপক্ষের মাঠে গোল করেছেন ১৩টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের আর কেউ প্রতিপক্ষের মাঠে গোল পাননি এত বেশি। তাই অন্যের মাঠে রাজা বলাই যায় তাকে। ম্যাচ শেষে গ্যালারিতে সমর্থকদের দিকে নিজের জার্সি ছুড়ে মেরেছিলেন এমবাপ্পে।

কালকের (শনিবার) জয়ে ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান আরও সুসংহত করল পিএসজি। দুইয়ে থাকা নিসের চেয়ে তারা এগিয়ে ১৪ পয়েন্টে।

রিয়ালের খরচ ৫০০ মিলিয়ন ইউরো

এএসের সাংবাদিক মার্কো রুইজ জানিয়েছেন, এমবাপ্পের সঙ্গে রিয়ালের চুক্তিটা হবে ৫ বছরের। সাইনিং বোনাস, বেতনসহ সব মিলিয়ে রিয়ালের খরচ হবে ৫০০ মিলিয়ন ইউরো।

উয়েফার আর্থিক সংগতি নীতি ঠিক রাখতে গত বছর ক্লাবের বেতন ৭ কোটি ৮০ লাখ ইউরো কমিয়েছে রিয়াল।

 পাশাপাশি বাড়িয়েছে বার্নাব্যু স্টেডিয়াম থেকে আয়ও। স্টেডিয়াম থেকে রিয়ালের আয় ১ কোটি ৫০ লাখ ইউরো। এটা বেড়ে হবে ৩ কোটি ১৭ লাখ ইউরো। অর্থাৎ হুট করেই পিএসজিকে বিদায় বলে দেননি এমবাপ্পে। রিয়ালের সঙ্গে পরিকল্পনা করেই এমন সিদ্ধান্ত তার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত