Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বিচারপতি মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে শুক্রবার রাতে আটক করার কথা জানিয়েছে বিজিবি।
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে শুক্রবার রাতে আটক করার কথা জানিয়েছে বিজিবি।
[publishpress_authors_box]

সিলেট সীমান্ত থেকে ভারতে পালানোর সময় শুক্রবার আটক হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অণ্ডকোষে অস্ত্রোপচার হয়েছে। সিলেট কারাগারের বন্দী হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া সকালসন্ধ্যাকে জানান, “উনার স্কোটাল ইনজুরি ছিল। রাতে অস্ত্রোপচার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

“তাছাড়া ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ থাকায় শারীরিক ভাবে তিনি খুব দুর্বল। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে তিনি হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন রয়েছেন।”

এর আগে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় শামসুদ্দিন চৌধুরীকে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের সহায়তায় বিজিবি আটক করে। পরে শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

৫৪ ধারায় আটক দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে পুলিশ বেষ্টনির মধ্যেও বেধড়ক কিলঘুষি মারে। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। পরে সেনা সদস্যদের সহায়তায় আদালত প্রাঙ্গণ থেকে তাকে সিলেট কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত