প্রতিপক্ষ সহজই ছিল। র্যাঙ্কিংয়ে ৪১৮ নম্বরে থাকা কাসিদিত সামরেজকে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পেয়েছিলেন দানিল মেদভেদেভ। তিনবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা সেই মেদভেদেভ কিনা হারতে বসেছিলেন থাইল্যান্ডের অপরিচিত সেই খেলোয়াড়ের কাছেই।
তৃতীয় সেটের নবম গেমে পয়েন্ট হারানোর পর মেজাজ ধরে রাখতে পারেননি মেদভেদেভ। হতাশা আর ক্ষোভে এগিয়ে এসে র্যাকেট দিয়ে কয়েকটা আঘাত করেন নেট ক্যামেরায়। ভেঙেও ফেলেন সেই ক্যামেরা! চেয়ার আম্পায়ার সতর্ক করেন তাকে। তার জরিমানা হওয়াটাও অবধারিত।
Medvedev destroys racket and net camera in frustration pic.twitter.com/D92zvapWnU
— CJ Fogler 🫡 (@cjzero) January 14, 2025
শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ৬-২, ৪-৬, ৩-৬, ৬-১, ৬-২ গেমে জেতেন মেদভেদেভই। অস্ট্রেলিয়ান ওপেনে গত বছর মিলিয়ে এ নিয়ে মেদভেদেভের টানা চারটা ম্যাচ গড়াল পঞ্চম সেটে।
ম্যাচ শেষে তাই মজা করে মেদভেদেভ বললেন,‘‘আমি জানি তখনই ভালো টেনিস খেলি যখন বেশি সময় কোর্ট-এ কাটাতে হয়! তাই কেন ১ ঘণ্টা ৩০ মিনিটে ম্যাচ শেষ করব।’’
র্যাকেট দিয়ে নেট ক্যামেরা ভাঙা নিয়ে বললেন, ‘‘দ্বিতীয় আর তৃতীয় সেটে আমি বলই স্পর্শ করতে পারছিলাম না। ছেলেটা এভাবে খেললে সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। টাকা, সুন্দরী বান্ধবী, ক্যাসিনো-এসবই আর কি? ক্যামেরাগুলো খুব শক্ত ছিল! আশা করছি বড় জরিমানা হবে না।’’