Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ইউনূসের সঙ্গে বৈঠক, ভোটের জন্য চাপ দেয়নি বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। ছবি : সকাল সন্ধ্যা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও আগামী নির্বাচন আয়োজন নিয়ে কোনও কথা হয়নি।

সোমবার সন্ধ্যায় বৈঠক শেষে এ কথাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়েই গণমাধ্যমের মুখোমুখি হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে কী কথা হয়েছে তা জানতে চান সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, “আজকে নির্বাচন নিয়ে আমরা কথা বলিনি। আমরা আগেও বলেছি আপনারা জানেন যে, একটা নির্দিষ্ট সময় লাগবে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সব বিষয়গুলোতে সমর্থন দিয়েছি।”

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তার একদিন পরেই ৭ আগস্ট নয়াপল্টনের সমাবেশ করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্যও রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সেই সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজনের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর পাঁচদিনের মাথায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে এই প্রসঙ্গে কোনও কথাই বলেননি বলে জানালেন তিনি।

বৈঠকে কী কথা হয়েছে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতামত দিয়েছি। অন্তর্বর্তী সরকার কী কী কাজ করছে সেগুলো আমাদের জানানো হয়েছে।

সেইসঙ্গে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললেও ছাত্র-হত্যাকারীদের সঙ্গে যেন অন্তর্বর্তীকালীন সরকার কথা না বলে, এমন পরামর্শ দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব।

দেশ থেকে পালিয়ে গিয়ে একটি দল ভারতে বসে বাংলাদেশের মানুষের বিজয় নস্যাৎ করার চক্রান্ত করছে এমন অভিযোগ করে তিনি বলেন, “আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি, বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, সাম্প্রদায়িকতার ধুয়া তোলা হচ্ছে; এগুলোতে জনগণ যাতে বিভ্রান্ত না হয়। জনগণ ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন রেখে, তাদের নিরাপত্তাকে অক্ষুন্ন রেখে তারা যেন সরকারকে সহায়তা করে এবং আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং সালাহ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত