ভারত সফরে বিধ্বস্ত হয়ে এসেছে বাংলাদেশ। দুই টেস্টের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে যাচ্ছেতাইভাবে। তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চান মেহেদী হাসান মিরাজ।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের প্রত্যয় জানালেন মিরাজ, ‘‘ আমাদের একটা সিরিজ ভালো হয়েছে, আরেকটা সিরিজ খারাপ হয়েছে। আমাদের খেলাটা ব্যাক টু ব্যাক ছিল। যেহেতু দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে খেলা অবশ্যই আমরা সেই অ্যাডভান্টেজটা পাব। আমরা যদি ঐরকম প্রিপারেশন নিতে পারি, বোলাররা যদি ভালো বল করতে পারি (তাহলে জয়ের সুযোগ বাড়বে)। কারণ এখানে চ্যালেঞ্জ থাকবে ব্যাটারদের জন্য। রান যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাই আমরা সেরকম প্রিপারেশন নিচ্ছি। যেহেতু টেস্ট দলের খেলোয়াড়রা আগে এসেছে (ভারত সফর থেকে), তারা প্রস্তুতি নেওয়ার অনেক সুযোগ পেয়েছে।’’
ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর দ্রুত ঘুরে দাঁড়ানোটা সহজ নয়। তবে মিরাজ আত্মবিশ্বাসী, ‘‘দেখেন খেলাগুলো তো ব্যাক টু ব্যাক হচ্ছে। সেরকম বড় কোন গ্যাপ পাইনি। যেহেতু খেলার মধ্যে আছি এটা একটা ইতিবাচক দিক আমাদের জন্য। এই দুইটা টেস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হচ্ছে। আমরা যদি এই দুইটা ম্যাচ জিততে পারি তাহলে ভালো একটা পজিশনে যেতে পারব।’’
সাকিব আল হাসান শেষ টেস্ট খেলবেন মিরপুরে। সেই ম্যাচে তাকে জয় উপহার দিতে চান কিনা। এমন প্রশ্নে মেহেদী হাসান মিরাজ জানালেন, ‘‘অবশ্যই (জয় উপহার দিতে চাই)। সে কিংবদন্তি খেলোয়াড়। আর একজন কিংবদন্তি যখন দেশের মাটিতে অবসর নিবে এটা নিজের কাছে অনেক ভালো ব্যাপার। সে হয়ত চেয়েছে যে নিজের দেশের মাটিতে অবসরটা আসবে। আমরা একসঙ্গে অনেক দিন ক্রিকেট খেলেছি। অবশ্যই সবার কাছে খারাপ লাগবে (সাকিবের আর টেস্ট না খেলা)। প্রতিটা খেলোয়াড়েরই এমন দিন আসে। আজ হয়ত তিনি অবসর নিচ্ছেন কাল হয়ত আমি নিব। তবে এটা অবশ্যই বেদনাদায়ক।’’
এর আগে বিপিএলে খুলনার হয়ে খেলেছেন। আবারও খুলনায় ফিরলেন মিরাজ। দলটা কেমন হলো? মিরাজ জানালেন, ‘‘প্রথমবার খুলনায় আমি ভালোই খেলেছিলাম। ব্যাটিংয়ে রান করেছিলাম। সেবার রানারআপও হয়েছিলাম, একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার টিমের কম্বিনেশন ভালো করা হয়েছে। আমাদের লোকাল সাইডটা খুব ভালো আছে। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে ভালো কিছু করব।’’