২ উইকেটে ১২০ থেকে ১৪৩ রানে অলআউট নাজমুল হোসেনের দল! আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এভাবে তাসের ঘরের মতো বাংলাদেশের গুঁড়িয়ে যাওয়ার কারণ কি?
সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এজন্য মেনে নিলেন নিজেদের ভুল। শারজার উইকেট রহস্যময় আচরণ করলেও ম্যাচটা শেষ করতে না পারার হতাশা লুকালেন না তিনি।
শুক্রবার শারজায় গণমাধ্যমে মিরাজ বললেন, ‘‘ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।’’
পাশাপাশি উইকেটের রহস্যময় আচরণের কথাও তুলে ধরলেন মিরাজ, ‘‘আমি আর শান্ত যখন ব্যাট করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বল যখন একটু নরম হয়েছে, পুরোনো হয়েছে, তখন হঠাৎ করেই বাঁকটা বেশি নেওয়া শুরু হয়। আমি আর শান্ত মাঝে ভুগেছি। হ্যাঁ, দুজন যেভাবে সেট ছিলাম, একজনের ফিনিশ করা উচিত ছিল। কারণ, আমি শান্তকে বারবার বলছিলাম, আমাদের দুজনের যেহেতু সমস্যা হচ্ছে খেলতে, তাই পরের ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হবে। হঠাৎ করেই উইকেট এমন টার্নিং হচ্ছিল, স্লো টার্নিং হচ্ছিল, সোজা আসছিল। আগে থেকে ধারণা করা যায়নি কোন বল সোজা আসবে, কোন বল বাঁক নেবে।’’
তিন ম্যাচের সিরিজে প্রথমটা হারলেও এখনও নিজেদের সুযোগ দেখছেন মিরাজ, ‘‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’’
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এ বছরের মার্চে। এতদিন পর এই ফরম্যাটে খেলার প্রভাবের কথাও স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘‘অনেক দিন পর আমরা ওডিআই খেলেছি। সাত–আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেক দিন পর আমরা ওডিআইতে খেলছি, প্রস্তুতিটা সেভাবে নিয়েছি। আশা করি, যেহেতু অনেক দিন পর খেলেছি, এই মাঠের ব্যাপারে একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে, সেটা অনুশীলন করছি।’’