পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ১৫৫ রানের পর বল হাতে নেন ১০ উইকেট। সিরিজসেরার স্মারক আর অর্থ পুরস্কারের ডামি চেক হাতে নিয়ে মিরাজ সেদিন বলেছিলেন, সিরিজসেরার প্রাইজমানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন।
ঘোষণা অনুযায়ী নিহত সেই রিকশাচালকের স্ত্রীর কাছে প্রাইজমানির অর্থ তুলে দেন মিরাজ। সিরিজ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন ৫ লাখ পাকিস্তানি রুপি বা ২ লাখ ১৪ হাজার টাকা। বুধবার নিহত রিকশাচালকের পরিবারের হাতে এর সবটা তুলে দিয়েছেন মিরাজ।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এক পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ।
বাবা হারানো সেই রিকশাচালকের তিন সন্তান আরিয়ান, আরমান ও আমেনাদের কাছে মিরাজ নিয়ে গিয়েছিলেন নিজের বাবা-মাকে। টাকাটা দিয়েছেন তার বাবা-মায়ের হাত দিয়েই।
ফেইসবুকে মিরাজ লিখেছেন, ‘‘ সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিলো। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কন্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম পাকিস্তান সিরিজের ‘ম্যান অব দ্যা সিরিজ’ এর পুরষ্কারের অর্থ তুলে দেব তাদের হাতে।’’
মিরাজ আরও যোগ করেন, ‘‘অবশেষে পূরণ হলো সে লক্ষ্য। গতকাল আমার বাবা ও মায়ের হাত দিয়ে এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি আরিয়ান, আরমান ও আমেনার মায়ের হাতে। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।’’