Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ছাত্রলীগের পদ ছেড়ে কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্বে

শাহদাত হোসেন মেহেদী ছাত্রলীগের পদ ছেড়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
শাহদাত হোসেন মেহেদী ছাত্রলীগের পদ ছেড়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
[publishpress_authors_box]

ছাত্রলীগ থেকে পদত্যাগ করে কুষ্টিয়া মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন শাহাদাত হোসেন মেহেদী।

তিনি ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে সোমবার ও মঙ্গলবার কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে দেখা যায় তাকে।

মেহেদী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংষ্কার আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার দিবাগত রাত ১২টার পর ফেইসবুকে এক পোস্টে মেহেদী লেখেন, “আমি মো. শাহাদাত হোসেন মেহেদী। ১১তম ব্যাচ। কুষ্টিয়া মেডিকেল কলেজ। সময় ঠিক ১২টা ১ মিনিট। নতুন দিন। নতুন করে শুরু করছি। আগামী দিনগুলোর জন্য সকল প্রকার ছাত্র রাজনীতির সাথে নিজের সম্পর্ক ছিন্ন করলাম।”

সরকারি চাকরিতে নিয়োগে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতাদের কাউকে কাউকে দেখা যাচ্ছে। তারা সরকার সমর্থক সংগঠনটি ছেড়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন।

এই আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটিকেই দায়ী করা হচ্ছে।

মেহেদী বলেন, “সোমবার ঢাকায় নির্মম হামলার দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়েছি। একটা রাজনৈতিক দলের ব্যানারে এমন হামলা হতে পারে না। নিজের বিবেক থেকে সরে আসছি। যতদিন না রাজনীতির স্বাভাবিক সুষ্ঠু পরিবেশ না ফিরবে, ততদিন আর না।”

এরপর সোমবার সকালে ক্যাম্পাসে কোটা সংস্কারের আন্দোলনের মিছিল ও সমাবেশে সক্রিয় হন মেহেদী। তার সঙ্গে ছাত্রলীগের আরও কয়েকজন এই আন্দোলনে যোগ দিয়েছে বলে জানান তিনি।

এই বছরের ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের ১৬ সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদ। এই কমিটির পাঁচজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে মেহেদীর নাম দুই নম্বরে।

কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে মেডিকেল কলেজের শতাধিক শিক্ষার্থী ছাত্রাবাস ও ছাত্রীনিবাস থেকে মিছিল নিয়ে বেরিয়ে একাডেমিক ভবনের সামনে জড়ো হয়। সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ করে তারা।

এদিকে সোমবারের পর মঙ্গলবার সারাদেশেই সংঘাত ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগসহ সরকার সমর্থকদের। তাতে ছয়জন নিহত এবং অসংখ্য আহত হয়। এরপর সরকার সারাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত