Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বতারকাদের সঙ্গে সেলফিতে রঙিন মেহজাবীন

mehzabeen-saudia-film-show
[publishpress_authors_box]

সৌদি আরবের ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে’ বাংলাদেশের চলচ্চিত্র ‘সাবা’ সিনেমাটি নির্বাচিত হয়েছে প্রতিযোগিতা বিভাগে। চলচ্চিত্রটির নাম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন রহমান।

উৎসবে উপস্থিত হয়ে দারুণ উপভোগ করছেন তিনি। আন্তর্জাতিক তারকাদের দেখা মিলছে, কথা বলছেন, মুহূর্তগুলো স্মরণীয় রাখতে তুলছেন সেলফি।

এরই মধ্যে হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে দেখা গেছে মেহজাবীনকে। এবার দেখা গেল রণবীর কাপুরের সাথে। তারকাদের সঙ্গে ছবি শেয়ার করে মেহজাবীন লিখেছেন, “রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্র্যান্ড ওপেনিং নাইট-এ একমাত্র বাংলাদেশি সিনেমা ‘সাবা’ প্রতিনিধিত্ব করছে। এখন পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় চলছে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”

‘সাবা’ চলচ্চিত্রটির তিনটি শো অনুষ্ঠিত হচ্ছে উৎসবে।

রোববার প্রথম শো’টি দারুণ হাউজফুল ছিল বলে জানিয়ে মেহজাবীন বলেন, “এটি একটি বিশেষ মুহূর্ত, এবং এই অর্জন উদযাপন করতে জেদ্দার সকল বাংলাদেশিদের সাথে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। প্রথম দিনের শো’টি হাউজফুল ছিল। আগামীকাল (সোমবার) রাত ১০টায় আরেকটি প্রদর্শনীতে উপস্থিত থাকব।”

জেদ্দার স্থানীয় কালচার স্কয়ার-সিনেমা ১-এ আগামী ১৪ ডিসেম্বর ফের প্রদর্শীত হবে সাবা। টিকেট কেটে প্রবাসী বাঙালীরা চলচ্চিত্রটি দেখতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত