লাক্স চ্যানেল আই সুপার স্টার মেহজাবীন চৌধুরীর দীর্ঘ পথচলা টেলিভিশন নাটকে। ভিউ-এর দৌড়ে সমসাময়িক অনেক শিল্পীই যখন ছিটকে গেছেন তখন মেহজাবীন যেন আরও জ্বলে উঠেছেন আপন আলোয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে এক কথায় তার জুড়ি নেই। নায়কপ্রধান ইন্ডাস্ট্রিতে অপূর্ব-নিশো-মেহজাবীন হয়ে উঠেছিলেন প্যারালাল। যার সঙ্গেই জুটি বেঁধেছেন সেখানেই এসেছে সফলতা। অপেক্ষা ছিল, মেহজাবীনকে কবে দেখা যাবে বড়পর্দায়। মেহজাবীন যে সেখানেও বিজয়ীর বেশেই পথ চলবেন তা আর বলতে।
ইতিমধ্যে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন উৎসব ঘুরতে শুরু করেছেন মেহজাবীন। মিলছে প্রশংসা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেকে প্রসারিত করতে শুরু করেছেন এ অভিনেত্রী। এরই মধ্যে দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয় মালতি’ও যাচ্ছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এসবের মাঝেও যে ছোটপর্দার প্রতি মন সরে গেছে মেহজাবীনের তা একদমই বলা যাবে না। ভ্যালেন্টাইন ডে স্পেশাল হিসেবে কোন কোন নাটকের অভিনয় করবেন তিনি তা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। অপূর্ব-নিশো ছাড়াও মেহজাবীনের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছিলেন জোভান। যে নাটকটি এ জুটির অন্যতম একটি তা হল ‘বেস্ট ফ্রেন্ড’। প্রবীর রায় চৌধুরী’র পরিচালনায় ২০১৮ সালে প্রচারিত নাটকটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এর পরপর তিনটি সিক্যুয়াল নির্মাণ করেন নির্মাতা। এবার আসছে নতুন আরেকটি। নাম- বেস্ট ফ্রেন্ড ২.০।
নাটকটি প্রসঙ্গে বেশ স্মৃতিকাতর হলেন মেহজাবীন।
তিনি বলেন, ‘‘আমার মনে হয় ‘বেস্ট ফ্রেন্ড’ ২০১৮ সালে শুট করা হয়েছিল। এবং এটি ছিল পরিচালক প্রবীর রায় চৌধুরীর সাথে আমার প্রথম কাজ। এই নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে ‘অভিযোগ’ গানের জন্য। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়েছিল। তাই এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।’’
এরপর মাঝে লম্বা সময়। এরমধ্যে নাটক থেকেও অনেকটা দূরে সরেছেন মেহজাবীন। তাহলে ফের এক হলো কেমন করে এই ট্রায়ো?
জবাবে মেহজাবীন বলেন, “অনেক দিন ধরে প্রবীর রায় চৌধুরী বলছিলেন যে, আমাদের সেই ত্রয়ী মিলে আবার কিছু করা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারও একসঙ্গে কাজ করার। আমি আশা করি ২০১৮ এবং পরবর্তী সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাবো।”
প্রবীর বলেন, “বেস্ট ফ্রেন্ড’ সিরিজের শেষ গল্প নির্মাণের প্রায় ৪ বছর পর আবারও আমরা এক হচ্ছি। আমাদের লক্ষ্য ২০২৫ সালের ভ্যালেন্টাইন ডে (১৪ ফেব্রুয়ারি)। এবার একেবারে নতুন একটা গল্প। মূলত এই গল্পের অভাবেই মাঝে আমাদের লম্বা সময় গ্যাপ। অবশেষে, এই গল্পটি নিয়ে আমরা সবাই সম্মত হয়েছি। আশা করি, এই কাজটি করে দর্শকদের যে উন্মাদনা রয়েছে ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্জাইজির প্রতি, তা পূরণ করবে।”
নির্মাতা জানান, নাটকটির শুটিং হবে মূলত দুই ভাগে। প্রথম অংশ ডিসেম্বরে, পরের অংশ জানুয়ারি। এদিকে আগাম অনুমান করা যাচ্ছে, আসন্ন ভ্যালেন্টাইন ডে’র সবচেয়ে বড় বাজেটের প্রজেক্ট হতে যাচ্ছে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’।