দেশের বিভিন্ন হাসপাতালসহ ৮০টি কেন্দ্রে মেনিনজাইটিস রোগের টিকা পাওয়া যাবে। টিকা সনদও এসব পয়েন্টে দেওয়া হবে বলে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. হালিমুর রশিদ সোমবার সকাল সন্ধ্যাকে বলেন, “দেশের সব সিভিল সার্জন কার্যালয়সহ ৮০টি কেন্দ্র ঠিক করেছি আমরা। যেখানে মেনিনজাইটিস টিকা দেওয়া হবে এবং পরবর্তীতে এর জন্য সনদ দেওয়া হবে।
তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীরা তাদের কাছাকাছি কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।
অধিদপ্তর থেকে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, সচিবালয় ক্লিনিক এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেনিনজাইটিসের টিকা পাওয়া যাবে।
ঢাকার বাইরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, বগুড়ায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এই টিকা পাওয়া যাবে।
এছাড়া দেশের সব সিভিল সার্জন কার্যালয় এবং জেলা হাসপাতালে এ টিকা পাওয়া যাবে বলেও জানান অধ্যাপক হালিমুর রশিদ।
ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার অফিস আদেশে আরও বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি সেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ অথবা যিয়ারাহ করবেন তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে। যাত্রার তারিখ থেকে কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা নিতে হবে। এক বছরের কম বয়সী শিশুদের ওই টিকা নেওয়ার প্রয়োজন নেই।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ওমরাহ ও ভিজিট ভিসায় যারা যাবেন তাদেরকে নিজের টাকায় টিকা সংগ্রহ করতে। এরপর নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান থেকে টিকা নিতে হবে। টিকা নেওয়ার পর সেখান থেকে তাদের টিকার সনদও দেওয়া হবে।
ওমরাহ পালন ও ভ্রমণ ভিসায় সৌদি যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিস টিকা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে গত ২২ জানুয়ারি চিঠি পাঠায় ধর্ম মন্ত্রণালয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মেনিনজাইটিস মস্তিষ্ক ও মেরুদণ্ডের চারপাশের টিস্যুর প্রদাহজনিত সমস্যা। যেকোনও বয়সেই এই রোগে আক্রান্ত হতে পারে মানুষ। সাধারণত সংক্রমণের কারণে মেনিনজাইটিস হয়ে থাকে। রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন হতে পারে।
সাধারণত জ্বর, মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো ও শব্দ অসহনশীলতা, খিঁচুনি ও মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া, অসংলগ্নতা, বমি বা বমিভাব হচ্ছে এই রোগের লক্ষণ। আর শিশুদের বেলায় জ্বর, খিটখিটে মেজাজ, খাবারে অনীহা, অতিরিক্ত ক্লান্তি এবং ত্বকে লাল দানা।
মেনিনজাইটিস বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবীর কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ থেকে মানুষে এই সংক্রমণ ছড়ায়। এছড়া আঘাত, ক্যান্সার এবং ওষুধের কারণেও এ রোগের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।
অধ্যাপক হালিমুর রশিদ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসকে সবচেয়ে বিপদজনক জানিয়ে বলেন, আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এটা জটিল হতে পারে। আর এর প্রতিষেধক হিসেবে টিকা নেওয়াই সর্বোাচ্চ সুরক্ষা।