Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

রিমান্ড শেষে কারাগারে মেনন ইনু পলক মামুন

মেনন, ইনু, পলক ও মামুনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
মেনন, ইনু, পলক ও মামুনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মেননকে দুই দফায় ১১ দিন, ইনুকে তিন দফায় ১৬ দিন, পলককে তিন দফায় ২৩ দিন ও মামুনকে ৮ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।

পাশাপাশি খিলগাঁও থানার একটি হত্যা মামলায় ইনু, মেনন, পলক ও মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এছাড়া খিলগাঁও ও ভাটারা থানার দুটি হত্যা মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

পরে পৃথক শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

রাশেদ খান মেননকে গত ২২ আগস্ট ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ২৭ আগস্ট আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় মেননের ছয়দিনের রিমান্ড মঞ্জুর হয়।

হাসানুল হক ইনুকে গত ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করার কথা জানায় ডিবি পুলিশ। পরদিন নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। সর্বশেষ ৮ সেপ্টেম্বর লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পলককে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হয়। পরদিন পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগে হওয়া মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গত ২৫ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় সুমন সিকদার এবং সূত্রাপুর থানায ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় তিনদিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়। পরদিন বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ কর্মকর্তা কাফি ফের ৫ দিনের রিমান্ডে

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে এবার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে গুলিবিদ্ধ হয়ে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন নিহতের ঘটনায় হওয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কাফিকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক আব্দুল্লাহ বিশ্বাস।

আব্দুল্লাহ হিল কাফিকে আরও পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা

অন্যদিকে আব্দুল্লাহ হিল কাফির পক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়।

শুনানি নিয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দীনের আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।

ইয়ামিন নিহতের ঘটনায় তার বাবা আব্দুল্লাহ আল কাবির গত ২৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন।

গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে আটক হন আব্দুল্লাহ হিল কাফি। পরদিন অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে ঢাকার হাজারীবাগ থানার করা একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত