Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মেনন ইনু পলক রিমান্ড শেষে কারাগারে

আদালত
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে এক যুবককে হত্যার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

শনিবার (৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেয়। সাত দিনের রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম।

আবেদনে বলা হয়, ইমন হোসেন গাজী নামে ওই যুবককে হত্যার মামলায় আসামিদের পুলিশ হেফজতে জিজ্ঞাসাবাদকালে দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। মামলা তদন্তে আসামিদের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগের স্বপক্ষে তথ্য-উপাত্ত পাওয়া গেছে। মামলার তদন্ত চলছে। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভবনা আছে। মামলার ঘটনা সংক্রান্ত নতুন কোনও তথ্য পাওয়া গেলে আসামিদের পুনরায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২ নভেম্বর তাদের সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করে আদালত।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত