Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মারওয়ে-অ্যাকারম্যানদের ছাড়া ডাচদের বিশ্বকাপ দল

1q
[publishpress_authors_box]

দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন রুলফ ভ্যান ডার মারওয়ে। জাতীয়তা বদলে তিনি বিশ্বকাপ খেলেছেন নেদারল্যান্ডসের হয়েও। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া আরেক ক্রিকেটার কলিন অ্যাকারম্যানও নির্ভরতার প্রতীক ছিলেন নেদারল্যান্ডসের ব্যাটিংয়ে।

এই দুই অভিজ্ঞ তারকাকে ছাড়া আজ (সোমবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস। অভিজ্ঞদের বদলে তারুণ্যে আস্থা রেখেছেন ডাচ নির্বাচকরা।

তাই বিশ্বকাপে যাচ্ছেন বাঁহাতি স্পিনার টিম প্রিংলে, তরুণ পেসার কাইল ক্লেইন এবং হার্ড-হিটিং ওপেনার মাইকেল লেভিট। গত ফেব্রুয়ারিতে নেপালে ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার বিপক্ষ ৬২ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলায় ডাক পেয়েছেন লেভিট। 

নেতৃত্বে অবশ্য বদল আসেনি। স্কট এডওয়ার্ডসের নেতৃত্ব বিশ্বকাপে সুযোগ পেয়েছেন বাস ডি লিড, ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউডের মত পরীক্ষিতরা।

ডাচ স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট,  তেজা নিদামানারু ও টিম প্রিংলে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত