লিওনেল মেসিকে ঠেকাতে প্রতিপক্ষ কোচদের কত আয়োজন। কেউ খেলোয়াড়-দেয়াল বানিয়ে আটকানোর চেষ্টায় থাকেন তো কেউ খেলা নষ্ট করার পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। তাতেও কাজ হয় না। ফর্মের মেসিকে থামানোর চেষ্টা বৃথা যায়। ৩৭ পেরিয়ে যাওয়ার পরও এই ফরোয়ার্ড ভয়ঙ্কর। মাঠের ট্যাকটিকস যেহেতু সবসময় কাজে আসে না, সেজন্য গ্যালারিতে মেসির জার্সি নিষিদ্ধ করে সাফল্য পাওয়ার খোঁজ করছে প্যারাগুয়ে!
বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের মাঠে আতিথ্য নিচ্ছে আর্জেন্টিনা। আসুনসিয়নের দিফেনসোরেস চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫-৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচ ঘিরে জার্সি নিষেধাজ্ঞা দিয়েছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এপিএফ)। স্টেডিয়ামে প্রতিপক্ষের গ্যালারি বাদ দিয়ে অন্য কোথাও মেসি ‘১০ নম্বর’ জার্সি গায়ে কোনও দর্শক থাকতে পারবেন না। শুধু তা-ই নয়, আর্জেন্টিনা ও দলটির খেলোয়াড়দের ক্লাবের জার্সিও নিষিদ্ধ করেছে এপিএফ।
জার্সি নিষেধাজ্ঞা দিয়ে কি মেসি ও আর্জেন্টিনাকে থামাতে পারবে প্যারাগুয়ে? আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানির বিশ্বাস, নিষেধাজ্ঞার পরও স্বাগতিক গ্যালারিতে থাকবে মেসির জার্সি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, “স্বভাবতই প্যারাগুয়ের ফুটবলার ও তাদের ভক্তদের জাতীয় দলের জার্সি গায়ে থাকবে। তবে লিও’র (মেসি) প্রভাব তাদের চেয়েও শক্তিশালী। সেখানে (স্বাগতিক গ্যালারি) আর্জেন্টিনার জার্সিও থাকবে।”
স্কালোনি সঙ্গে এটাও বলে রেখেছেন, “(মেসি জার্সি পরা) মানে এই নয় যে, তারা প্যারাগুয়েকে সমর্থন করে না। আমার মনে হয়, এটা ফুটবলের একটা সৌন্দর্য যে মানুষ নিজের ইচ্ছার মূল্য দিচ্ছে। তাছাড়া কেউ জার্সি পরলেই আর্জেন্টিনা ভক্ত হয়ে যাচ্ছে, বিষয়টা এমনও নয়।”
কোপা আমেরিকার পর থেকে দারুণ ছন্দে রয়েছে প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ে খেলা চার ম্যাচে হারেনি। এর মধ্যে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর সুখস্মৃতিও আছে ঘরের মাঠে। আর্জেন্টিনাকেও হারানোর স্বপ্ন দেখছে দলটি। যদিও কাজটা সহজ হওয়ার কথা নয়। গত মাসে সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। এস্তাদিও মনুমেন্তালের ওই ম্যাচে মেসি করেছিলেন হ্যাটট্রিক।
ফর্মের তুঙ্গে থাকা এই খেলোয়াড়কে মাঠে আটকানোর ছক কষছে প্যারাগুয়ে। একই সঙ্গে গ্যালারি থেকে যেন মেসি কোনও সুবিধা না পান, সেকারণে তার জার্সি নিষিদ্ধ করেছে এপিএফ। প্যারাগুয়ে দলের ম্যানেজার ফের্নান্দো ভিলাসবোয়া বলেছেন, “আমরা অন্য দলের জার্সির অনুমতি দিচ্ছি না। মেসির সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। আমরা সব ফুটবলারকে সম্মান করি। এটা আমরা করছি কারণ ঘরের মাঠের ম্যাচ আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”
প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারোর অবশ্য জার্সি-নিষেধাজ্ঞার বিষয়ে কোনও ধারণা নেই, “জার্সি নিষেধাজ্ঞার ব্যাপারে আমার কিছু করার নেই। আমার মনে হয়, সংঘাত কমানোর পরিকল্পনা থেকেই এমনটা করা হয়েছে। মেসি আমাদের প্রতিপক্ষ। আমি চাই সে পেরুর বিপক্ষে ভালো খেলুক, আমাদের বিপক্ষে নয়।”