Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

দুই ঘণ্টা পর গোল বাতিল, মেসি স্তম্ভিত মাসচেরানো বললেন সার্কাস

১২৩৪
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

৯০ মিনিটের ফুটবল ম্যাচ গড়াল সাড়ে চার ঘণ্টায়। মাঝখানে বিরতিই ছিল প্রায় দুই ঘণ্টার মতো! দর্শকদের বিশৃঙ্খলার ম্যাচে আর্জেন্টিনার গোল বাতিল হয় দুই ঘণ্টা পর! মরক্কোর সঙ্গে তাই ২-১ গোলের হারে শুরু হলো আর্জেন্টিনার অলিম্পিক।

ম্যাচে ইনজুরি টাইম ছিল ১৫ মিনিট। আর্জেন্টিনার হয়ে নিকোলাস মেদিনা দ্বিতীয় গোলটি করেন ১৬তম মিনিটে! এটাই মানতে পারেননি ক্ষুব্ধ মরক্কোর সমর্থকরা। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর আগেই গ্যালারি থেকে উড়ে আসতে থাকে বোতল।

 আর্জেন্টিনার ফুটবলারদের লক্ষ্য করে ছোড়া হয় আতসবাজি। ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। ফুটবলারদের নিরাপত্তা দিতে মাঠে নেমে পড়ে সশস্ত্র সেনাও। তখনও ম্যাচ শেষ হয়নি। বাধ্য হয়ে রেফারি ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ম্যাচ বন্ধ থাকে দুই ঘণ্টা।

 

ফাঁকা স্টেডিয়ামে শেষ তিন মিনিটের জন্য খেলা শুরু হতেই রেফারি গোল বাতিল করে দেন আর্জেন্টিনার। এমন সিদ্ধান্তে ক্ষোভ চেপে রাখতে পারেননি লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘অস্বাভাবিক’। সঙ্গে ব্যবহার করেছেন একটি বিস্ময়ের ইমোজি।

আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানোর কাছে পুরো ব্যাপারটা সার্কাস। ম্যাচ শেষে তিনি বললেন, ‘‘ঠিক কী ঘটেছে আমি ব্যাখ্যা করতে পারব না। আমরা দেড় ঘণ্টার মতো ড্রেসিংরুমে ছিলাম, তখন ওরা আমাদের বলেনি কী হতে যাচ্ছে। মরক্কোর অধিনায়ক আর খেলতে চায়নি, আমরাও খেলতে চাইনি। আমার জীবনের সবচেয়ে বড় সার্কাসটাই দেখলাম। দুই ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পর এমন একটা সিদ্ধান্ত স্বপ্নেও ভাবিনি। এটা অলিম্পিক, প্রতিবেশিদের ম্যাচ নয়।’’

আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস তাগলিয়াফিকো এক্সে লিখেছেন, ‘‘সার্কাস ছাড়ুন। আমরা কি ম্যাচ স্থগিত করার কারণ সম্পর্কে কথা বলছি নাকি বোকাদের মতো কাজ করছি? যদি এর উল্টোটা হতো, তাহলে তারা কী বলত কল্পনাও করতে পারছি না আমি।’’

অপটার হিসেবে ম্যাচ খেলা হয়েছে ১১০ মিনিট ২৯ সেকেন্ড। তবে বল খেলার মধ্যে ছিল কেবল ৫৪ মিনিট ২৭ সেকেন্ড। এবারের ইউরোয় গড়ে প্রতিটা ম্যাচে বল খেলার মধ্যে ছিল ৬০ মিনিটের বেশি (বাকি সময়টা খেলা বন্ধ নানা কারণে)।

৯০ মিনিটের ম্যাচ ১১০ মিনিট ছাড়িয়ে যাওয়াতেই মাঠে বোতল বৃষ্টি করেছিলেন মরক্কোর সমর্থকরা। তাতে অলিম্পিক শুরু হলো বিতর্ক নিয়ে। ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত