Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

মেসি ম্যাজিকে বড় জয় আর্জেন্টিনার

আর্জেন্টিনা-০৬
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকার আগে শেষ ম্যাচ। শেষ প্রস্তুতি। সেই ম্যাচটিতে দাপুটে পারফরম্যান্স লিওনেল মেসি ও আর্জেন্টিনার। সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ম্যাজিকে গুয়েতেমালাকে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজে করেছেন দুই গোল, আরও এক গোলে সহায়তা করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা পেয়েছে ৪-১ গোলের বড় জয়।

মেসির মতো জোড়া গোল পেয়েছেন লাউতারো মার্তিনেস। অন্যদিকে গুয়েতেমালা গোলটি পেয়েছে আত্মঘাতী থেকে। লিসান্দ্রো মার্তিনেস নিজেদের জালে বল জড়ান। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফেডএক্স ফিল্ডের ম্যাচে হওয়া ৫ গোলের সবক’টি আর্জেন্টিনার।

২০ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলল আর্জেন্টিনা। চার দিন আগে ইকুয়েডরের বিপক্ষে একাদশে ছিলেন না মেসি। নেমেছিলেন বদলি হিসেবে। তবে গুয়েতেমালার বিপক্ষে শুরু থেকে মাঠে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

তাকে নিয়ে মাঠে নামলেও শুরুতে গোল হজম করে বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের ফেরানো বল এক খেলোয়াড়ের পায়ে লেগে ফিরলে, সেই বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন লিসান্দ্রো।

অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি। ১২তম মিনিটে আর্জেন্টিনাকে খেলায় ফেরান মেসি। ক্যারিয়ারের অন্যতম সহজ করেছেন তিনি। গুয়েতেমালা গোলকিপার বল পাস দিয়ে গিয়ে তুলে নেন মেসির পায়ে। ফাঁকা পোস্টে জাল খুঁজে নিতে কোনও সমস্যাই হয়নি তার।

৩৯ মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায় লাউতারোর পেনাল্টি থেকে। মেসি মাঠে থাকার পরও স্পট কিকের দায়িত্ব তুলে দেন ইন্টার ফরোয়ার্ডের কাছে। আস্থার জবাব গোল করে দিয়েছেন লাউতারো। ৬৬ মিনিটে আবারও লাউতারোর গোল। এবার মেসির পাস থেকে ব্যবধান ৩-১ করেন তিনি।

এরপর ৭৭ মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। আনহেল দি মারিয়ার সহায়তায় পান আন্তর্জাতিক ফুটবলের ১০৮ নম্বর গোল। তাতে ছুঁয়ে ফেলেন আলি দাইয়ের গোলসংখ্যা। এতদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে ছিলেন ইরানিয়ান কিংবদন্তি। গুয়েতেমালার বিপক্ষে জোড়া গোল করে তার পাশে বসলেন মেসি। সবচেয়ে বেশি ১৩০ গোল ক্রিস্তিয়ানো রোনালদোর।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত