Beta
শুক্রবার, ১৩ জুন, ২০২৫
Beta
শুক্রবার, ১৩ জুন, ২০২৫
লরিয়াস অ্যাওয়ার্ড

মেসির সঙ্গে বর্ষসেরার লড়াইয়ে হলান্ড

মেসি-হলান্ড-০৯
[publishpress_authors_box]

ব্যক্তিগত পুরস্কারে লিওনেল মেসির জয়জয়কার। সবশেষ ব্যালন ডি’অর ও ফিফা বেস্ট- দুটোই জিতেছেন তিনি। ট্রফিকেসে কি আরেকটি পুরস্কার যোগ হবে তার? গত ১২ মাসের পারফরম্যান্স আমলে নিয়ে ২০২৪ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বর্ষসেরা ক্রীড়াবিদের লড়াইয়ে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবারের লড়াইটা তার হবে ফুটবলের আর্লিং হলান্ড ও টেনিসের নোভাক জোকোভিচের সঙ্গে।

ক্রীড়াক্ষেত্রে পারফরম্যান্স ও অবদানের জন্য ২০০০ সাল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে লরিয়াস অ্যাওয়ার্ড। ২০২৩ সালে বিখ্যাত এই পুরস্কারটির বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলেন মেসি। এবারও আছেন পুরস্কারটির দৌড়ে।

যদিও এবার ফেভারিট ধরা হচ্ছে হলান্ডকে। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার গত মৌসুমে রীতিমতো আগুন ঝরানোর পারফরম্যান্স দেখিয়েছেন। সিটিজেনদের ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে করেছেন গোলের পর গোল।

ম্যান সিটিতে অভিষেক মৌসুমে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন হলান্ড। লরিয়াস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েই আনন্দিত নরওয়েজিয়ান এই স্ট্রাইকার, “গত মৌসুমটা আমার ও দলের (ম্যান সিটি) জন্য ছিল খুব বিশেষ। অসাধারণ সব সতীর্থ, কোচ ও স্টাফদের সাহায্য ছাড়া আমি এত গোল করতে পারতাম না। দারুণ সব ক্রীড়াবিদের সঙ্গে লরিয়াস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি গর্বিত।”

ব্যালন ডি’অর ও ফিফা বেস্টেও ফেভারিট ছিলেন হলান্ড। যদিও তাকে পেছনে ফেলে দুটো পুরস্কারই জিতেছেন মেসি। লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের লড়াইয়ে আরও আছেন জোকাভিচ। ২০২৩ সালে সার্বিয়ান তারকা জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের শিরোপা।

রিয়াল মাদ্রিদে দ্যুতি ছড়িয়ে যাওয়া জুড বেলিংহামও আছেন পুরস্কারের লড়াইয়ে। তিনি মনোনয়ন পেয়েছেন ব্রেকথ্রু অব দ্য ইয়ার ক্যাটাগরিতে। অন্যদিকে বর্ষসেরা দলের মনোনয়ন পেয়েছে ম্যান সিটি। এই লড়াইয়ে আছে নারী বিশ্বকাপজয়ী স্পেনও।

কারা পেলেন মনোনয়ন

বর্ষসেরা ক্রীড়াবিদ

নোভাক জোকাভিচ (সর্বিয়া) - টেনিস

মন্দো দুপলান্তিস (সুইডেন)- অ্যাথলেটিকস

আর্লিং হলান্ড (নরওয়ে)- ফুটবল

নোয়াহ লিলেস (যুক্তরাষ্ট্র)- অ্যাথলেটিকস

লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ফুটবল

ম্যাক্স ফারস্টাপেন (নেদারল্যান্ডস)- মটর রেসিং

বর্ষসেরা দল

ইউরোপিয়ান রাইডার কাপ টিম- গলফ

জার্মানি- বাস্কেটবল

ম্যানচেস্টার সিটি- ফুটবল

রেড বুল- ফর্মুলা ওয়ান

দক্ষিণ আফ্রিকা- রাগবি

স্পেন নারী দল- ফুটবল

ব্রেকথ্রু অব দ্য ইয়ার

জুড বেলিংহাম (ইংল্যান্ড)- ফুটবল

লিন্দা কাইসেদো (কলম্বিয়া)- ফুটবল

কোকো গাফ (যুক্তরাষ্ট্র)- টেনিস

কিন হাইয়াং (চীন)- সুইমিং

জশ কের (যুক্তরাজ্য)- অ্যাথলেটিকস

সালমা পারালুয়েলো (স্পেন)- ফুটবল

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত