লিওনেল মেসির আর্জেন্টিনা ফুটবল বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে এখন। ৩৬ বছর পর তারা জিতেছে বিশ্বকাপ। কোপা আমেরিকার শিরোপাও জিতেছে টানা দুবার। আছে একটি ফিনালিসিমার ট্রফি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও শীর্ষে আর্জেন্টিনা।
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির জাদু ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনা ২০২০ থেকে সবচেয়ে সফল ফুটবল দল। ‘ট্রান্সফারমার্কেট’ এই দশকের হিসেব কষে দেখিয়েছে গত ১০ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৪৮ জয় মেসিদের। এজন্য তারা খেলেছে ৫৮ ম্যাচ।
এই তালিকায় সেরা দশে তো বটেই, সেরা বিশেও নেই ব্রাজিল। ৫২ ম্যাচ খেলে তারা জিতেছে ৩৩টি, পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা তাই ২১ নম্বরে। ৫৮ ম্যাচে ২৮টি জিতে ৩২ নম্বরে আছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
এই দশকে আর্জেন্টিনার পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ ম্যাচ জিতেছে মরক্কো। তারা অবশ্য খেলেছে ৬৪ ম্যাচ। তারপরও গত বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটির জন্য বড় অর্জন এটা।
পর্তুগালের জয় ৪১, তারা আছে ৩ নম্বরে। সমান ৪০টি করে জয় জাপান, আলজেরিয়া, স্পেন, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর।