Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মাঠে এগিয়ে রোনালদো, মাঠের বাইরে মেসি

মেসি-রোনালদো-৫৩
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার কে? উত্তরটা এখন ফুটবল অনুসারী সবারই মোটোমুটি জানা। সৌদি প্রো লিগ যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রামিক পাওয়া ফুটবলারে পরিণত হয়েছে পর্তুগিজ যুবরাজ। স্বাভাবিকভাবেই ফোর্বসের প্রকাশিত সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় তিনি সবার ওপরে। মাঠের ভেতর, অর্থাৎ ক্লাব থেকে প্রাপ্ত বেতনে রোনালদো অনেক এগিয়ে। তবে মাঠের বাইরে, মানে স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের আয়ের দিক থেকে তাকে ছাড়িয়ে লিওনেল মেসি।

ব্যবসাবিষয়ক আমেরিকান ম্যাগাজিন ফোর্বস ক্রীড়াবিদদের পারিশ্রমিক সংখ্যার বিচারে একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকার শীর্ষ দশে ফুটবলের জয়জয়কার। শীর্ষস্থান দখলে রেখেছেন রোনালদো। মেসি অবশ্য দুয়ে-ও থাকতে পারেননি। রয়েছেন তিন নম্বরে।

শীর্ষে থাকা রোনালদোর বার্ষিক আয় ২৬০ মিলিয়ন ডলার। এই অর্থের ২০০ মিলিয়ন ইউরো আসে তার বেতন থেকে। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তিনি আল নাসরে যোগ দিয়েছিলেন বিশ্বের সবচেয়ে লোভনীয় চুক্তিতে। যে চুক্তি অনুযায়ী সৌদি ক্লাব থেকে বছরে ২০০ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন এই ফরোয়ার্ড। বাকি ৬০ মিলিয়ন পাচ্ছেন বিভিন্ন স্পন্সর ও ইনস্টাগ্রাম আয় থেকে।

রোনালদোর তুলনায় মেসির বেতন অনেক কম। সৌদির আরেক ক্লাব আল হিলাল আর্জেন্টাইন তারকাকে পেতে বছরে ৩০০ মিলিয়ন ডলারের প্রস্তাব করেছিল। কিন্তু তিনি বেছে নিয়েছেন মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে। এই ক্লাব থেকে তিনি বছরে বেতন পাচ্ছেন ৬৫ মিলিয়ন ডলার। আর স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে আয় করছেন ৭০ মিলিয়ন ইউরো। মাঠের বাইরে তার আয় রোনালদোর চেয়ে ১০ মিলিয়ন ইউরো বেশি। সব মিলিয়ে বার্ষিক ১৩৫ মিলিয়ন ডলার আয় করা মেসি রয়েছেন সর্বোচ্চ পারিশ্রামিক পাওয়া ক্রীড়াবিদদের তালিকার তৃতীয় স্থানে।

দুই নম্বরে রয়েছেন গলফার জন রাহম। স্প্যানিশ তারকার বছরে আয় ২১৮ মিলিয়ন ডলার। খেলা থেকে তার আয় প্রাক রোনালদোর কাছকাছি, ১৯৮ মিলিয়ন ডলার।

শীর্ষ দশে ফুটবল থেকে আরও রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দিনকয়েক আগে প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার ঘোষণা দেওয়া এই তারকার বার্ষিক আয় ১১০ মিলিয়ন ইউরো। তার অবস্থান ছয় নম্বরে। ঠিক পরের জায়গাতেই রয়েছেন এমবাপ্পের একসময়কার পিএসজি সতীর্থ নেইমার। ব্রাজিলিয়ান তারকা বছরে আয় করেন ১০৮ মিলিয়ন ডলার। আট নম্বর জায়গাটাও ফু্টবলের। রয়েছেন ১০৬ মিলিয়ন ডলার আয় করা করিম বেনজেমা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত