Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ঈদের দিন বন্ধ মেট্রোরেল

ঢাকায় রাতের মেট্রোরেল। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকায় রাতের মেট্রোরেল। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

পবিত্র ঈদুল আজহার দিন আগামী শনিবার বন্ধ থাকবে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল।

পরের দিন রবিবার মেট্রোরেল চলাচল করবে বিশেষ সেবা হিসেবে। এদিন সকাল ৮টায় শুরু হবে চলাচল; ৩০ মিনিট পরপর পাওয়া যাবে মেট্রোরেল। পরের দিন সোমবার থেকে ঈদের ছুটির শেষ পর্যন্ত সরকারি ছুটির দিনের মতো ১০ মিনিট পরপর মেট্রোরেল ছাড়বে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পবিত্র ঈদুল আজহার দিন (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ৮ জুন রবিবার সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলবে।”

কোনও স্টেশন থেকে দুটি ট্রেন ছাড়ার মধ্যবর্তী সময়কে ‘হেডওয়ে’ বলা হয়। এ হিসাবে ঈদের পরদিন রবিবার সকাল ৮টা থেকে ৩০ মিনিট পরপর মেট্রোরেল পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, সোমবার (৯ জুন) থেকে ঈদুল আজহার সরকারি ছুটির শেষ দিন পর্যন্ত সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে। অর্থাৎ ১০ মিনিট পর ট্রেন ছাড়বে।

সরকারি ছুটির ছাড়া সাধারণ সময়ে সকাল ৮টা থেকে ৬-৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত