Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

শনিবার চালু হচ্ছে না মেট্রোরেল

গত ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ছবি : সকাল সন্ধ্যা
গত ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

প্রায় এক মাস ধরে বন্ধ থাকা মেট্রোরেল ১৭ আগস্ট শনিবার থেকে পুনরায় চালুর কথা থাকলেও তা হচ্ছে না।

মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণে মেট্রোরেল ১৭ আগস্ট শনিবার চালু করা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া কবে নাগাদ মেট্রোরেল পুনরায় চালু হবে সেই বিষয়েও বিজ্ঞপ্তিতে কিছু জানায়নি ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে গত ১৮ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের পর নিরাপত্তা বিবেচনায় সেদিন বিকাল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পরদিন ১৯ জুলাই মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে অনিশ্চিত হয়ে পড়ে মেট্রোরেলের ফিরে আসা।

এর মধ্যে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে শূন্যতা পূরণে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

নতুন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ আগস্ট দ্রুততম সময়ের মধ্যে মেট্রোরেল চালুর নির্দেশ দেন। সে অনুযায়ী ১৭ আগস্ট শনিবার থেকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

এর মাঝেই বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিতে দিয়ে শনিবার থেকে মেট্রোরেল চালু হচ্ছে না বলে জানাল ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ডিএমটিসিএলের আওতাধীন মেট্রোরেল চলাচলে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাত দিনের মধ্যে পুনরায় চালুর জন্য নির্দেশনা দেয়। কিন্তু অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না জানিয়ে এজন্য বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত