ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নতুন সূচিতে চলছে মেট্রোরেল। নগরজীবনে স্বস্তি আনা ট্রেনের এই পরিষেবার নতুন সূচি শনিবার কার্যকর হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে মেট্রোরেলের নতুন সূচির কথা জানান। সেদিন তিনি জানান, শনিবার থেকে প্রথম মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন ছাড়বে। সারাদিন চলার পর রাত ৮টা ৪০ মিনিটে সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে উত্তরার দিকে রওনা হবে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।
সর্বশেষ গত ৩১ ডিসেম্বর মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ লাইনের ১৬টি স্টেশনই চালু হয়।
এতদিন আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলত সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও অংশে এই ট্রেন চলছিল সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।