Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

৩৭ দিন পর রবিবার চালু হচ্ছে মেট্রোরেল

মেট্রোরেল। ফাইল ছবি
মেট্রোরেল। ফাইল ছবি
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

টানা ৩৭ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে আবারও চালু হচ্ছে মেট্রোরেলে যাত্রী পরিবহন। তবে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচল করলেও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বন্ধ থাকবে।

মেট্রোরেল নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোম্পানির (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরে সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “মেট্রোরেল সবশেষ শিডিউল অনুযায়ী রবিবার সকাল থেকে যাত্রী পরিবহন শুরু করবে। এর আগে প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ব্ল্যাঙ্ক রান (যাত্রীবিহীন চলাচল) করানো হয়েছে। নিরাপত্তাসহ সবকিছু যাচাই করা হয়েছে।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে গত ১৮ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হলে নিরাপত্তা বিবেচনায় সেদিন বিকাল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পরদিন পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। তবে ওইদিন মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে অনিশ্চিত হয়ে পড়ে মেট্রোরেলের ফিরে আসা।

এরপর ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হলে শূন্যতা পূরণে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

গত ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ছবি : সকাল সন্ধ্যা

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ আগস্ট দ্রুততম সময়ের মধ্যে মেট্রোরেল চালুর নির্দেশ দেন। সে অনুযায়ী ১৭ আগস্ট শনিবার থেকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

তবে তার আগেই গত ১৫ আগস্ট রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, ১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালু করা সম্ভব হবে না।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।”

এর ৯ দিনের মাথায় শনিবার ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানালেন, রবিবার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে মেট্রোরেল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত