Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

শুক্রবারও চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশন

মেট্রোরেল। ফাইল ছবি
মেট্রোরেল। ফাইল ছবি
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

এখন থেকে সপ্তাহে সাতদিনই চলাচল করবে ঢাকার গণপরিবহন ব্যবস্থার অন্যতম সংযোজন মেট্রোরেল।

এতদিন শুক্রবার ছিল মেট্রোরেলের ছুটি, সেদিন বন্ধ থাকত যাত্রী পরিবহন। তবে সে নিয়মে পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)।

তবে শুক্রবার সকালে মেট্রো চলাচল বন্ধই থাকবে। বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হবে মেট্রোরেল চলাচল।

একইদিন চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত মিরপুরের কাজীপাড়া মেট্রো স্টেশনও।

বৃহস্পতিবার ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

তিনি বলেন, “শুক্রবার মেট্রোরেল চলবে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতের স্বাভাবিক সময় পর্যন্ত। এক্ষেত্রে হেডওয়ে (একটি ট্রেনের পর অন্য ট্রেন ছাড়ার সময়) থাকেব ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ৩টা ৫০ মিনিটে। রাতে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় আর মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে।

এসময় কাজীপাড়া স্টেশনটি আবার চালু করা হচ্ছে জানিয়ে বলেন, “আগামীকাল থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।”

তবে এটা চূড়ান্ত খরচ নয় জানিয়ে তিনি বলেন, “শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা (কাজীপাড়া স্টেশন) চালু করা হচ্ছে। এখানে এখনও অনেক সরঞ্জাম লাগবে, যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে।”

এসময় আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরেক স্টেশন মিরপুর-১০ সম্পর্কে ডিএমটিসিএলের এমডি বলেন, ওই স্টেশনের কিছু জিনিস ও যন্ত্রাংশ ডিএমটিসিএল ল্যাব, প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ শেষের পর দরপত্রে গেলে জানা যাবে যে, কত টাকার ক্ষতি হয়েছে।

মিরপুর-১০ স্টেশনটিও দ্রুত চালুর চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, “এখন ওই স্টেশনের কতটুকু ক্ষতি হয়েছে, সেটা নির্ধারণে কাজ চলছে। ক্ষয়ক্ষতি জানতে আরও ৭-৮ দিন সময় লাগতে পারে।”

সরকারবিরোধী আন্দোলনের মধ্যে দুটি স্টেশন পুড়িয়ে দেওয়ায় গত ১৮ জুলাই বন্ধ হয়ে গিয়েছিল ঢাকার মেট্রোরেল চলাচল। এরপর দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলে ৩৭ দিন পর ২৫ আগস্ট যাত্রী পরিবহন শুরু করে মেট্রোরেল।

এতদিন আগের নিয়মে সপ্তাহে ছয়দিন চলাচল করলেও শুক্রবার থেকে সপ্তাহে প্রতিদিনই চলবে এই গণপরিবহন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত