ক্রিকেট জনপ্রিয় নয় লাতিন বা কনকাকাফ অঞ্চলের দেশগুলোতে। তারপরও গত বছর মেক্সিকোর ক্রীড়া সচিবালয় ও মেক্সিকো ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে জেলখানায় কয়েদিদের মধ্যে ক্রিকেটকে পরিচিত করে তুলতে একটি প্রকল্পটি হাতে নেয়। ভারতে স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে দলও পাঠিয়েছিল তারা। এরই স্বীকৃতিতে আইসিসির ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে মেক্সিকো।
সহযোগী দেশগুলোতে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কাজের জন্য আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে ছয়টি দেশকে। ‘আইসিসি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব দা ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মেক্সিকো। বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছে আরও পাঁচটি দেশ-ওমান, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্কটল্যান্ড।
‘মেন’স পারফরম্যান্স অব দা ইয়ার’ পুরস্কার জিতেছে নেদারল্যান্ডস। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে হারিয়ে ভারতে আসার টিকিট পেয়েছিল তারা। ‘১০০% ফিমেল ক্রিকেট ইনিশিয়েটিভ অব দা ইয়ার’ পুরস্কার জিতেছে ওমান।
‘উইমেন’স পারফরম্যান্স অব দা ইয়ার’ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। নেপাল জিতেছে ‘আইসিসি ডিজিটাল ফ্যান এনগেজমেন্ট ইনিশিয়েটিভ অব দা ইয়ার’ পুরস্কার। ‘ক্রিকেট ফর গুড সোশাল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ’ পুরস্কার পেয়েছে স্কটল্যান্ড।