Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

কবে আসবে মাইকেল জ্যাকসনের বায়োপিক

মাইকেল জ্যাকসন, কিং অব পপ, এমজে, পপ সম্রাট
২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মারা যান মাইকেল জ্যাকসন।
[publishpress_authors_box]

কিং অব পপ মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছরের ১৮ এপ্রিল। কিন্তু এখন আর তা হচ্ছে না।

প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেইট প্রডাকশনস পিছিয়ে দিছে ‘মাইকেল’ সিনেমার মুক্তি, জানিয়েছে বিনোদন-ভিত্তিক সংবাদ মাধ্যম বিলবোর্ড।

তবে কেন আটকে গেলো বহু প্রতীক্ষিত এই বায়োপিক সে বিষয়ে কিছু জানানো হয় নাই।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছয় মাস পর ২০২৫ সালের ৩ অক্টোবর মুক্তি পাবে ‘মাইকেল’।

মেগাস্টার মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে দীর্ঘ দিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। কিং অব পপের ভূমিকায় অভিনয় করছেন শিল্পীর ভাতিজা জাফার জ্যাকসন।

‘মাইকেল’ সিনেমার ফার্স্ট লুকে জাফার জ্যাকসন

জাফার নিজেও গায়ক এবং নৃত্যশিল্পী। জাফারকে এই চরিত্রে নেয়া প্রসঙ্গে মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন বলেছিলেন, “জাফর দেখতে আমার ছেলের মতোই। মাইকেলের জনপ্রিয়তাকে ও যে এগিয়ে নিয়ে চলেছে সেটা দেখে আমি গর্বিত।“

ছবিটি পরিচালনা করছেন ‘দ্য ইকুয়ালাইজার’ ফ্র্যাঞ্চাইজ়ি খ্যাত পরিচালক অ্যান্টোয়ান ফুকুয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন ‘গ্ল্যাডিয়েটর’ ছবির অন্যতম চিত্রনাট্যকার জন লোগান।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এ সিনেমার অগ্রগতি নিয়ে কথা বলেছিলেন পরিচালক ফুকুয়া। তিনি বলেন, “মাইকেল আমার জীবনের বড় অংশ ছিলেন এবং আমি তার মানবিক দিকও ফুটিয়ে তুলতে চাই।“

জানা গেছে, সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের ৩০টি গান থাকবে। পাশাপাশি এর দৈর্ঘ্যও বেশি হবে। ফুকুয়া চেষ্টা করেছেন মাইকেলের জীবনকে পুরোপুরিভাবে পর্দায় তুলে ধরতে।

১৯৫৮ সালের ২৯ অগাস্ট  মাইকেল জ্যাকসনের জন্ম । মাত্র ৫০ বছর বয়সে ২০০৯ সালে মারা যান এই তারকা। জীবদ্দশায় তো ছিলেনই, মারা যাওয়ার পরও কিংবদন্তি হয়ে আছেন এমজে।

গোটা বিশ্বে মাইকেল জ্যাকসনের ৪০ কোটির বেশি রেকর্ড বিক্রির তথ্য জানাচ্ছে বিবিসি।   

মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ মুক্তি পায় ১৯৮২ সালে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, এখনও বিক্রির তালিকায় সেরা জায়গাটি ধরে রেখেছে এই অ্যালবাম।

মাইকেল জ্যাকসনের গান আজও কেন প্রাসঙ্গিক

ধারণা করা হয়, এই তারকার সঙ্গীত সম্পদের মূল্য  ১২০ কোটি ডলার। এই বছরের ফেব্রুয়ারিতে সনি মিউজিক গ্রুপ থেকে মাইকেল জ্যাকসনের অর্ধেক রেকর্ড কিনে নিতে প্রায় ৬০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।

গান তো বটেই, মঞ্চে অপার্থিব নৃত্যের সঙ্গে পোশাক ও সজ্জা নিয়েও মাইকেল জ্যাকসন এখনও অফুরান এক আলাপ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত