Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

আর্সেনাল-পোর্তোর উত্তপ্ত ম্যাচ শেষে যা ঘটেছিল

ম্যাচ শেষে বাদানুবাদে জড়িয়েছিলেন পোর্তো কোচ সার্জিয়ো সার্জিয়ো কোনসেইকাও (বাঁয়ে) ও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: সংগৃহীত
ম্যাচ শেষে বাদানুবাদে জড়িয়েছিলেন পোর্তো কোচ সার্জিয়ো সার্জিয়ো কোনসেইকাও (বাঁয়ে) ও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

উত্তেজনায় ঠাসা এক ম্যাচ মঞ্চায়িত হয়েছে এমিরেটস স্টেডিয়ামে। মঙ্গলবার (১২ মার্চ) চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল-পোর্তোর শেষ ষোলোর দ্বিতীয় লেগ গড়িয়েছিল টাইব্রেকারে। ফল নিষ্পত্তির ‘লটারি’তে পর্তুগিজ ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা। ম্যাচের উত্তেজনা সেখানেই শেষ হতে পারতো। কিন্তু হয়নি। ম্যাচ শেষে দুই কোচের উত্তপ্ত বাক্যবিনিময় বাড়তি রসদ যোগ করে।

টাইব্রেকারে পোর্তোর চতুর্থ শট আর্সেনাল গোলকিপার দাভিদ রায়া ঠেকিয়ে দিতেই বাঁধভাঙা উল্লাসে মাতেন দর্শকেরা। আর্সেনাল খেলোয়াড়রা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ করতে থাকেন। সেই উৎসবে যোগ দেন কোচ মিকেল আর্তেতাও। এরই একফাঁকে আর্সেনাল কোচের কাছে যান পোর্তোর কোচ সার্জিয়ো কোনসেইকাও।

ম্যাচ শেষে কোচদের হাত মেলানো কিংবা অভিনন্দন জানানোর দৃশ্য প্রায় সব ম্যাচেই দেখা যায়। আর্তেতা ও কোনসেইকাওয়ের ব্যাপাটারও সেরকমই মনে হওয়ার কথা। আর্তেতার কানের কাছে গিয়ে কী যেন বললেন পোর্তো কোচ। তখনও আসলে উত্তাপের আঁচ পাওয়া যায়নি। একটুর পরই বোঝা যায় বিষয়টি। আঙুল নাড়িয়ে আর্সেনাল কোচকে কী যেন একটা বোঝাতে চাইছিলেন কোনসেইকাও।

কোচদের উত্তপ্ত বাক্যবিনিময়ে পোর্তোর কয়েকজন খেলোয়াড়ও তেড়ে যেতে থাকেন। যদিও আর্সেনাল ও পোর্তোর অন্য খেলোয়াড়দের মধ্যস্থতায় পরিস্থিতি বেশি ঘোলাটে হয়নি। তবে আর্তেতাকে হাত ইশারা করে পোর্তোর কোচ ও খেলোয়াড়দের মাঠ থেকে বেরিয়ে যেতে বলতে দেখা যায়।

টাইব্রেকার কিংবা ম্যাচ নিয়েই কি দুই কোচের বাদানুবাদ? আসলে কী ঘটেছিল সেসময়? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উত্তর পাওয়া গেছে। পোর্তো কোচের দাবি, তার পরিবারকে অপমান করে কথা বলেছেন আর্তেতা। কোনসেইকাও বলেছেন, “আর্তেতা কী বলেছিল? বেঞ্চে থাকার অবস্থায় স্প্যানিশ ভাষায় সে আমার পরিবারকে অপমান করে কথা বলেছে। তার উচিত দলের অনুশীলনের দিকে নজর দেওয়া।”

হারও মানতে পারছেন না পোর্তো কোচ। তার মতে, “ফলটা অন্যায্য। এই দলটা (পোর্তো) অবশ্যই পরের রাউন্ডে যাওয়ার দাবিদার।”

কোনসেইকাও জানিয়েছেন, আর্তেতা তার পরিবারকে অপমান করেছেন। আর্তেতা নিজে কী বলছেন? সংবাদ সম্মেলনে বিষয়টি এড়িয়েই গেছেন আর্সেনাল কোচ, “নো কমেন্ট। অনেক ধন্যবাদ।”

পোর্তোর মাঠ থেকে প্রথম লেগ ১-০ গোলে হেরে এসেছিল আর্সেনাল। ফিরতি লেগ ঘরের মাঠে হওয়ায় সুবিধাজনক জায়গায় ছিল ইংলিশ ক্লাবটি। তবে এমিরেটস স্টেডিয়ামে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে গানারদের। নির্ধারিত সময় ১-০ গোলে শেষ হয়। দুই লেগে দল দুটির অবস্থান দাঁড়ায় ১-১। এজন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোনও গোল হয়নি। এরপর টাইব্রেকারে ৪-২ গোলের জয় পায় আর্সেনাল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত