Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

অ্যালবাম আসছে মাইলি সাইরাসের, অনুপ্রেরণায় পিঙ্ক ফ্লয়েডের ‘দ্য ওয়াল’

Miley Cirus
[publishpress_authors_box]

মাইলি সাইরাস তার পরবর্তী অ্যালবামের কাজ করছেন কিংবদন্তী সাইকেডেলিক রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘দ্য ওয়াল’ থেকে অনুপ্রাণিত হয়ে।

বুধবার ফ্যাশন ম্যাগাজিন হার্পারস বাজারে তাকে নিয়ে প্রকাশিত কভার স্টোরিতে তথ্য জানা যায়। সেখানে তিনি তার আসন্ন নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’ নিয়ে কথা বলেন।

এতে জানা যায়, অ্যালবামটি নিয়ে তিনি তার প্রেমিক, রক ব্যান্ড ‘লিলি’ ব্যান্ডের গিটারিস্ট ম্যাক্স মোরান্ডোর সঙ্গে কাজ করছেন ।

অন্যদিকে গানের দৃশ্যায়ন নিয়ে তিনি কাজ করছেন প্যানোস কসমাটোস এর সঙ্গে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ‘দ্য ওয়াল’ এর মতো কিছু নিয়ে কাজ করতে  চাইছিলাম। তবে এটি হবে আরও জাঁকজমক এবং পপ সংস্কৃতির সঙ্গে মানানসই।”

তার আসন্ন অ্যালবামকে ‘সম্মোহনী এবং গ্ল্যামারাস’ উল্লেখ করে সাইরাস বলেন, “এটি একটি কনসেপ্ট অ্যালবাম, বিরাজমান অসুস্থ সংস্কৃতিকে গানের মধ্য দিয়ে সুস্থ করে তোলার প্রচেষ্টা এটি।”

পিঙ্ক ফ্লয়েডের ‘দ্য ওয়াল’ অ্যালবামটি ১৯৭৯ সালে ১৫ সপ্তাহ ধরে বিলবোর্ডে ১ নম্বর স্থান ধরে রাখে। দু বছর পর, ব্যান্ডটি যখন একই নামে একটি চলচ্চিত্র প্রকাশ করে। মাইলি কিশোর বয়সেই তা দেখেছিলেন বলে জানান।  

তিনি বলেন, “একটি  হৃদয়ঘনিষ্ঠ ব্যাপার এতে আছে।”

মাইলি সাইরাস বলেন, “প্রতিটি গানে আমি অসুস্থ দশা থেকে মুক্ত করার উপাদান রাখতে চেয়েছি। আমার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল। গানগুলো হতে পারে ধ্বংসলীলা নিয়ে, হতে পারে হৃদয়ের ভাঙ্গন, বা মৃত্যুর মতো বিষয়ে, কিন্তু এই সব বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।   কারণ জীবনের সবচেয়ে কঠিন সময়েরও একটি সুন্দর দিক আছে।”

ড্রামা সিরিজ ‘হ্যানা মন্টানা’ তারকা মাইলি সাইরাসের নতুন অ্যালবামের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ২০২৩ সাল থেকে। সে বছর তার অ্যালবাম ‘এন্ডলেস সামার’ প্রকাশ পায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত