Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

মিনারের কণ্ঠে ‘ডুবে আছি’ বলছে দুই বাংলা

minarrahman-310724
[publishpress_authors_box]

প্রথম অ্যালবাম প্রকাশ করেই ‘তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি’ গানে জনপ্রিয় হয়ে গেলেন মিনার রহমান। এই ঘটনা ২০০৮ সালের। ‘প্রথম’ দিয়ে শ্রোতাদের মন জয় করা সেই থেকে শুরু মিনারের।

এবার এবং আবারও টালিউডের সিনেমায় প্লেব্যাক করেছেন বাংলাদেশি এই গায়ক।

রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ সিনেমার প্রথম গান ইউটিউবে মুক্তি পায় গত ১৫ জুন।

ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে আর মিনারের কণ্ঠে ‘ডুবে আছি’ গানের ভিডিওটি ইউটিউবে এরমধ্যে দুই লাখ ৮৩ হাজার ভিউ ছাড়িয়েছে। মিনার রহমানের কণ্ঠে ‘ডুবে আছি’ বলে মন্তব্য চলছে দুই বাংলা থেকেই।   

পরিচালকের উদ্দেশে মনজু জামান লিখেছেন, “রাজ দাদাকে অসংখ্য ধন্যবাদ  জানাই আমাদের দেশের ট্যালেন্টেড সিংগার মিনার ভাই কে নেওয়ার জন্য।”

হুমায়ুন কবীর পাভেল মন্তব্য করেছেন, “মিনার তুমি অতুলনীয়, তোমার তুলনা শুধু তুমি।”

“এটাও একটা অন্যরকম গান মিনার রহমানের … মিষ্টি রকম”; ‘ডুবে আছি’ শুনে এমন মন্তব্য করেছেন  পল্লব দত্ত।

“মিনার মানে আলাদা একটা ভালোবাসা আবেগ অনুভূতি প্রেম”; ফারজানা মিম এভাবেই তার ভালোলাগার প্রকাশ করেছেন ‘ডুবে আছি’ গান শুনে।

নিজেকে ‘মিনার ভক্ত’ জানান দিয়ে মন্তব্য ঘরে প্রমিত কুমার বললেন, “অনেকদিন পর উনার গান শুনছি।”

টালিউডে এবারই মিনারের প্রথম যাত্রা নয়। ২০১৮ সালের ‘ফিদা’ সিনেমায় তার গাওয়া ‘একা দিন’ ইউটিউবে এখনও শুনছেন ভক্তরা।

‘বাবলি’ উপন্যাস লিখেছিলে বুদ্ধদেব গুহ। সেই কাহিনী এবার টালিউডের বড় পর্দায় মুক্তি পাচ্ছে অগাস্ট মাসেই।  

সিনেমায় বাবলি হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অভি চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত