বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া সফরে যান প্রতিমন্ত্রী।
সেখানে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কিছুক্ষণ নীরবতা পালন করেন। এসময় শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় আওয়ামী লীগের স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।