নিজের প্রথম নেতৃত্বের ম্যাচেই সিরিজ জয়ের আনন্দ পেতে পারতেন মেহেদি হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়ায় স্বপ্ন পূরন হয়নি তার। মিরাজের চোখে এই হারের কারণ তুতীয় ম্যাচের উইকেটের ভিন্ন আচরণ।
আগের দুই ম্যাচে পরের ইনিংসের সময় বল স্পিন করেছে। ব্যাট করা কঠিন ছিল। তাই তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেন মিরাজ। কিন্তু ম্যাচে দেখলেন পরের ইনিংসে কুয়াশা পরছে। বল গ্রিপ করা কঠিন হয়ে ওঠে বোলারদের জন্য। এতে ব্যাটিং সহজ হয়।
মিরাজ জানিয়েছেন, “আগের দুই ম্যাচে দেখলাম পরের দিকে বল ভালো স্পিন করেছে। কিন্তু আজকে মনে হলো কায়াশার কারণে বল সহজেই ব্যাটে যাচ্ছিল। এজন্য আফগানদের ব্যাট করা সহজ হয়। আজ আমরা যেমন ভেবেছিলাম কুয়াশার কারণে তা হয়নি।”
অবশ্য যাদের ব্যাটে আফগানিস্তান এ জয় নিশ্চিত করেছে তাদের বাহবা দিতে ভোলেননি মিরাজ। বলেছেন, “গুরবাজ ও ওমরজাই যেভাবে জুটি গড়ে ব্যাট করেছে এতে ওদেরকে কৃতিত্ব দিতেই হবে। মাঝের ওভারগুলোতে ওরা আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। আমরা ওই ওভারগুলোতে উইকেট নিতে পারলে ম্যাচ জিততাম।”
সেই সুযোগ বাংলাদেশ পেয়েছিল। কিন্তু গুরবাজের একটি নিশ্চিত স্ট্যাম্পিং ও ক্যাচ মিস করায় ম্যাচ হাতছাড়া হয়।
মিরাজ অবশ্য সব ভুলে নতুন সিরিজে তাকিয়ে আছেন। শারজাতে প্রথম জয়, কঠিন সময়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে নিজের জুটি; এমন কিছু ইতিবাচক দিক নিয়ে উইন্ডিজে আজ রাতেই পাড়ি দিচ্ছেন তারা। সেখানে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজেও তো দলকে নেতৃত্ব দেবেন মিরাজ।